চট্টগ্রামের হাটহাজারীর ৫ দাখিল পরীক্ষার্থী প্রবেশ পত্র পায়নি

চট্টগ্রামের হাটহাজারীর ৫ দাখিল পরীক্ষার্থী প্রবেশ পত্র পায়নি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বটতলী ইসলামীয়া আলিম মাদ্রাসার ৫ দাখিল পরীক্ষার্থী প্রবেশ পত্র পায়নি। আগামী ১লা ফেব্রুয়ারী অনুষ্ঠিব্য পরীক্ষায় তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

সোমবার (২৯শে জানুয়ারি) পর্যন্ত ওই মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ৫ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা যথাসময়ে প্রবেশপত্র না পাওয়ার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন। ক্ষোভ প্রকাশ তারা বলেন, আমরা গত ২৭শে জানুয়ারী প্রবেশপত্রের জন্য মাদ্রাসায় গেলে কর্তৃপক্ষ আমাদের দুই দিন পরে যোগাযোগ করতে বলে। এমন আশ্বাস পেয়ে সোমবার ফের মাদ্রাসায় গিয়ে দেখি আমাদের সন্তানদের প্রবেশপত্র আসেনি। এজন্য অভিভাবকরা মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদকে দায়ী করেছেন।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বলেন, মাদ্রাসার অফিস সহকারী অনলাইনে ফরম পূরণে ভুল করায় ৫ শিক্ষার্থীর প্রবেশ পত্র আসেনি। এবছর তাদের পরীক্ষা দেয়ার আর সুযোগ নেই। অফিস সহকারীর এ ভুলের জন্য ম্যানেজিং কমিটি ব্যবস্থা নেবে।

এদিকে পরীক্ষার্থীরা নিরুপায় হয়ে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আক্তার উননেছা শিউলীর সঙ্গে দেখা করেন। এ সময় ইউএনও ওই শিক্ষার্থীদের এটি আমলে নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন বলে এ প্রতিবেদককে জানান।

 

 

আরো পড়ুন:

দাখিল পরীক্ষার নম্বর বন্টন ২০১৯ খ্রিস্টাব্দের

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিক্ষার্থীর পিতা

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline