
ঢাকা শিক্ষা বোর্ডে অধীনে ২০১৭ খ্রিস্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১৫ই জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করেছে।
এসএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা করে পাবে। তাছাড়া বই কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্তরা এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা করে পাবেন।
আর এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৭৫ টাকা করে পাবেন। উচ্চ মাধ্যমিকে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বই কেনার জন্য এককালীন ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৭৫০ টাকা করে পাবেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরের ধাপের শ্রেণিতে বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। এসব শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নিলে সংশ্লিষ্ট শিক্ষালয় প্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের ওই বিজ্ঞপ্তিতে।
বৃত্তিপ্রাপ্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক কর
আরো পড়ুন: