
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন এ বছর ৫৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে।
‘শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য বৃত্তি’ কার্যক্রমে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য আরো ৭০৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন। সংগঠনের অর্থ কমিটির আহ্বায়ক আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের যেন পড়ালেখার ক্ষতি করে অন্য কোথাও কাজ করতে না হয় সে জন্যই এ বৃত্তি প্রদানের উদ্যোগ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিজন শিক্ষার্থী প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বৃত্তি পাবেন। চার বছরের জন্য এ বৃত্তি দেওয়া হয়। তবে বৃত্তির তিনটি শর্ত আছে। বৃত্তিপ্রাপ্তদের ভালো মানুষ হতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধের সময় নিজ এলাকায় সচেতনতামূলক কাজ করতে হবে ও কর্মজীবনে প্রবেশের চার বছর পর একজন দরিদ্র শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করতে হবে।
আরো পড়ুন: