
ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৩ ডিসেম্বর (রবিবার) থেকে শুরু হবে।
শুক্রবার (১ ডিসম্বের) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরো পড়ুন: