রেজিস্ট্রেশনের সময় বাকি |
---|
|
দীর্ঘ ৪ বছর ধরে অনার্স শেষ করার পর বেশিরভাগ তরুণকেই চাকরী পরীক্ষা, ইন্টারভিউ দিতে দিতে বাকি ১ বছর পার করতে হয়। অথচ এই এক বছরে তারা যদি কম্পিউটারের কোন একটি কোর্স ভালভাবে সম্পন্ন করে, তাহলে সহজেই যেকোন সফটওয়্যার কম্পানি কিংবা ফ্রিল্যান্সিং করে চাকরি থেকে ১০ গুণের বেশি উপার্জন করা সম্ভব। এই বাস্তবতা উপলদ্ধি করেই বিগত কয়েক বছরে বাংলাদেশের লাখো তরুণ চাকরি পেছনে না ছুটে ফ্রিল্যান্সিং করে বর্তমানে মাসে মিলিয়ন টাকা আয় করছেন যা আমরা টিভি পত্রিকায় সবসময় দেখি।
বিশেষ সুবিধা সমুহ:
বিগত এক বছরে ইশিখন থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ৬০০০ (ছয় হাজার) অধিক শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ও সফটওয়্যার কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করছেন। অফলাইনের চেয়ে সহজে ও দ্রুত ক্লাস করার সুবিধা, না বুঝলে তাৎক্ষনিক শিক্ষকের সাথে কথা বলার সুবিধা, ক্লাসের মাঝে প্রাইভেট চ্যাট এবং রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় শিক্ষার্থীরা বর্তমানে অফলাইন থেকে অনলাইন ক্লাসে আগ্রহী।
নিচে আরো সুবিধা সমূহ দেওয়া হল:
দেশের যেকোন জায়গা এমনকি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরাও ঢাকার স্বনামধন্য শিক্ষকের অধীনে ক্লাস করার সুযোগ।
আসা যাওয়ার সময় বাঁচিয়ে আপনার সুবিধাজনক সময়ে ঘরে কিংবা বাইরে যেকোন জায়গায় বসে ক্লাস করার সুযোগ।
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও ক্লাসে আলোচিত ফাইল সমুহ ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
ক্লাস চলাকালীন শিক্ষকে তাৎক্ষনিক প্রশ্ন কিংবা শিক্ষার্থীরা নিজেদের কম্পিউটারে কোন সফটওয়্যার ইন্সটল করতে না পারলে শিক্ষক, শিক্ষার্থীদের কম্পিউটারে ঢুকে সেটা ইন্সটলও করতে দিতে পারবেন।
প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া।
প্রতিটি ক্লাস শেষে মডেল টেস্ট, লাইভ ক্লাসের পাশাপাশি প্র্যাক্টিজ ফাইল এবং কনটেন্ট।
প্রতিটি ব্যাচের শিক্ষার্থী একে অন্যের সাথে ফোরাম ও ব্যাচ ডিস্কাশন, নোট শেয়ারিং এবং আলোচনা।
কোর্স শেষে ডিজিটাল ই-সার্টিফিকেট
ক্লাসের বাইরে শিক্ষার্থীদের সাপোর্ট এর জন্য রয়েছে ২৪/৭ ঘন্টা, কল সেন্টার। ফোন সাপোর্ট, মেসেঞ্জার সাপোর্ট, ইমেইল সাপোর্ট।
কারা ক্লাস নিচ্ছেন?
ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ যারা সুদীর্ঘ সময় ধরে অনলাইনে রাজত্ব করে আসছেন।
তাই দেশের যেকোন জায়গা এমনকি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরাও ঢাকার স্বনামধন্য শিক্ষকের অধীনে ক্লাস করতে পারবেন। প্রতিটি বিষয়ে দক্ষ শিক্ষকবৃন্দ আপনাদের সঠিক গাইডলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে সফলতায় পৌঁছে দিবে।
নিচের কোর্স লিস্টে শিক্ষকের নামের উপর ক্লিক করলে প্রতিটি শিক্ষকের পরিচিতি, ক্যারিয়ার, সফলতা , অভিজ্ঞতা ইত্যাদি পাবেন।
কোথায় হবে?
ক্লাস অনলাইনে হবে, ভিডিও/স্ক্রিনশেয়ারিং এর মাধ্যমে, অর্থাৎ, শিক্ষক ইশিখন.কম থেকে ক্লাস শুরু করবেন, আপনি আপনার বাসায় বসে কম্পিউটারে শিক্ষকের কম্পিউটার স্ক্রিন দেখবেন, সাথে সাথে শিক্ষক তার কম্পিউটারে কি করছেন, তা দেখতে এবং শুনতে পাবেন। কোন কিছু না বুঝলে সাথে সাথে শিক্ষককে সরাসরি মুখে কিংবা চ্যাটের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন।
আমার কম্পিউটার নেই, কিভাবে শিখবো?
যাদের কম্পিউটার নেই, তারা নিকস্থ ইশিখন এজেন্ট সেন্টারের মাধ্যমে কোর্স সম্পন্ন করতে পারবেন। এজেন্ট সেন্টারে প্রতিটি ক্লাস শেষে শিক্ষার্থীরা এজেন্ট সেন্টারে প্রাকটিজ করারও সুযোগ পাবেন। এছাড়াও মোবাইল দিয়েও ক্লাসে অংশ নেওয়া যাবে, তবে প্রাকটিজ কিংবা কাজ করার জন্য কম্পিউটার প্রয়োজন হবে। যাদের ইন্টারনেট নেই কিন্তু কম্পিউটার আছে তারা আমাদের টিউটোরিয়াল ডিভিডি সংগ্রহ করেও শিখতে পারবেন। দেশব্যাপী ইশিখন এজেন্ট সেন্টারসমূহ দেখুন এখানে
কিভাবে রেজিস্ট্রেশন করবেন/অংশ নিবেন:
আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম কোন ফর্মপূরণের মত নয়, আমাদের কোর্সের মধ্যে মূল ফি দেখালেও আপনি “Enroll Now” তে ক্লিক করে পরের পাতায় “Apply Coupon” ঘরে pro-offer লিখলে শুধু রেজিস্ট্রেশন ফি দেখাবে।
প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে লাইভ কোর্স থেকে আপনার পছন্দের কোর্সটির উপর ক্লিক করতে হবে।
উক্ত কোর্স পেইজের নিচের দিকে গেলে চলতি ব্যাচ সমুহ, উক্ত ব্যাচের কবে ক্লাস, কি কি বার, কয়টার সময় সব বিস্তারিত দেওয়া আছে। কোর্সে অংশ নিতে ওই ব্যাচের ডানদিকে “Enroll Now” বাটনে ক্লিক কর। এজেন্ট ভিত্তিক কোর্স এর জন্য “For Agent’s Student” ব্যাচের Enroll Now” বাটনে ক্লিক কর।
“Enroll Now” বাটনে ক্লিক করার পর বাম দিকে মাঝামাঝিতে “Coupon Code” ঘরে pro-offer লিখুন। এরপর Apply Coupon বাটনে ক্লিক করলে ডানপাশে কোর্সে মূল্যের মধ্যে শুরু রেজিস্ট্রেশন ফি দেখাবে। এরপর “Proceed to Checkout” বাটনে ক্লিক কর।
এরপর আপনাকে চেকআউট পাতায় নিয়ে যাবে, সেখানে আপনার নাম, ফোন নংসহ বিস্তারিত লিখে নিচের দিকে “Place Order” বাটনে ক্লিক করলেই আপনার আবেদন/রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর পরবর্তী করণীয়, ফি পাঠানোর নিয়ম ওখানেই দেখতে পাবেন এবং ইমেইলে চলে যাবে। আরো বিস্তারিত উপরের ভিডিওটি দেখুন।
কোর্স ফি
বিশেষ অফার: ইশিখনে যেকোন কোর্স এর সাথে “স্পোকেন ইংলিশ” কোর্সটি করলে পাচ্ছেন বিশেষ ছাড়, ১৫০০ টাকার কোর্সটি করতে পারবেন মাত্র ১০০০ টাকায়।দেশের সব শীর্ষ , সেরা এবং স্বনামধন্য শিক্ষকরা আমাদের ক্লাসগুলো নিয়ে থাকেন। আমাদের প্রতিটি কোর্সের মূল্য 12000/18000 হলেও আমরা প্রো অফারের আওতায় কোন কোর্স ফি ছাড়া শুধুমাত্র মাত্র নিবন্ধন ফি ১২০০ টাকা থেকে ১৮০০ টাকার মাধ্যমে ৫ মাসব্যাপী সম্পূর্ণ কোর্স করার সুযোগ পাবেন। বি:দ্র: একাধিক কোর্সে অংশ নেওয়ারও সুযোগ পাবেন।
কারা শিখতে পারবে?
বাংলাদেশের যেকোন প্রান্তে বসবাসকারি নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন যেকেউ ঘরে বসেই সরাসরি শিখতে পারবেন।যন্ত্রপাতি: যাদের একটি ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার আছে। (নেটস্পীড: যাদের নেটস্পীড দিয়ে ফেসবুক, ভাইবার বা ওয়াট্সআপ এর মাধ্যমে কথা বলতে পারেন।)শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এইচএসসি (HSC) বা উচ্চ মাধ্যমিক, ইংরেজী ভালো জানলে এসএসসি (ssc) বা মাধ্যমিকি পাশরাও আবেদন করতে পারেন।দক্ষতা: কম্পিউটারে বেসিক যেমন কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে পারেন, নিজে নিজে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন।যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান
কোর্স শেষে আয়ের ক্ষেত্রসমুহ:
যেকোন সফটওয়্যার ফার্ম বা আইটি কোম্পানিতে ভাল বেতনে চাকরি
ইশিখন.কম এর বিভিন্ন প্রজেক্ট কিংবা ইশিখন.কম সুপারিশকৃত বিভিন্ন কোম্পানিতে চাকরি।
থিমফরেস্ট, গ্রাফিক্স রিভার তথা এনভাটো মার্কেটপ্লেসে থিম আপলোড করে রেখে আজীবন রয়্যালটি ইনকাম।
আবেদনের শেষ তারিখ ও ক্লাস
আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট, ২০১৯; রাত ১২:০০ টা।
ক্লাস শুরু : ২৬ আগস্ট, ২০১৯ ,
বি:দ্র: কোর্স ব্যাচ অনুযায়ী সময় ১/২ সপ্তাহ আগে পরে হতে পারে। বিস্তারিত শিডিউল প্রতিটি কোর্সের ব্যাচে দেওয়া আছে।
ঠিকানা/যোগাযোগ:
Level-1, H-23/3, Sonali Bank Lane, Jigatola, Dhanmondi Dhaka-1205
09639 399399 / 01948 858258 / 01705 776939 / 01679 824195 / 01842 858258
(সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত)
0 responses on "সারাদেশে ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণ, বৃত্তি ও চাকরির সুযোগ"