
মেডিকেল শিক্ষার্থীদের মৃত্যুতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ৩ দিনের শোক পালন
- বিধ্বস্ত বিমানে মেডিকেল শিক্ষার্থীদের মৃত্যুতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে তিন দিনের শোক পালন করা হচ্ছে। বাংলাদেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে তিন দিনের শোক পালন শুরু হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহত সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্মরণে এই শোক কর্মসূচি পালন করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী। সোমবার (১২ মার্চ)ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ১৩ শিক্ষার্থীর মধ্যে ১১ জনের মৃত্যু হয়। বেচেঁ আছেন ২জন। মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত তালিকা ও ইউএস-বাংলার প্রকাশিত জীবিত যাত্রীদের তালিকা থেকে প্রিন্সি ধামী ও সামিনা বেনজারখার নামে দুইজন শিক্ষার্থী জীবিত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এরা সকলেই নেপালি বংশোদ্ভূত। কলেজের ছুটিতে নিজ দেশে বেড়াতে যাচ্ছিলেন ওই ১৩ শিক্ষার্থী। নিহতরা হলেন সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মাশ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, এবং আশ্রা শখিয়া ।সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় ৫০ জনের প্রাণহানি ঘটে।
আরো পড়ুন:
বিধ্বস্ত বিমানের ১৩ জন মেডিকেল শিক্ষার্থীর মধ্যে ১১ জনেরই মৃত্যু হয়েছে