মাল্টিমিডিয়া-ও-গ্রাফিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2188
এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | 21871. এমএস পাওয়ারপয়েন্ট টুলবার ও রিবন থেকে-
- ফন্ট বাছাই করা যায়
- ফন্টের আকর আকৃতি পরিবর্তন করা যায়
- ফন্টের রঙ পরিবর্তন করা যায় না
A,B
21872. Gradient tool সিলেক্ট করে মাউস ক্যানভাসে নিয়ে এলে কোন চিহ্ন পরিণত হবে?
- গোলাকার চিহ্নে
- হাতের মতো চিহ্নে
- বর্গাকার চিহ্নে
- যোগ চিহ্ন
21873. ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?
- স্টিভ জবস
- জন ওয়ারনক
- মার্ক জুকারবার্গ
- ম্যাক্সওয়েবার
21874. প্রতিটি লেয়ারের একেবারে বামদিকে কীসের আইকন রয়েছে?
- পাখি
- বিমান
- চোখ
- তালা
21875. কোন মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যায়?
- File
- Animation
- Tools
- 1nsert
21876. ইলাস্ট্রেটর ব্যবহার করে কোন কাজটি করা সুবধাজনক নয়?
- ছবি আঁকা
- ছবি সম্পাদনা করা
- নক্সা প্রণয়ন করা
- ডিজাইন তৈরি করা
21877. ফিল সোয়েচ ক্লিক করলে-
- ফিল সোয়াচটি সক্রিয় হবে
- ফিল সোয়াচটি উপরে অবস্থান করবে
- এ অবস্থায় ফিল ও স্ট্রোক এর কাজ করা যাবে
A,B
21878. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
- মাইক্রোসফট ওয়ার্ড
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
- মাইক্রোসফট এক্সেল
- মাইক্রোসফট অ্যাকসেস
21879. হেলানো ছবি ক্রপ করার শেষ ধাপে এন্টার বোতামে চাপ দিলে ছবিটা কীভাবে স্থাপিত হবে?
- 450 কোনে
- 300 কোনে
- সোজাভাবে
- লম্বভাবে
21880. ইলাস্ট্রেটরে কোন টুলটি একই অবস্থানে থাকে না?
- এলিপস
- পলিগন
- পেন্সিল
- স্টার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন ঃ
মাল্টিমিডিয়া-ও-গ্রাফিক্স – এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2189
মাল্টিমিডিয়া-ও-গ্রাফিক্স – এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2190
মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় ৩৫ শিক্ষক পেলেন সেরা কনটেন্ট নির্মাতার সম্মাননা
0 responses on "এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-কুইজ-2188"