📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

মাল্টিমিডিয়া-ও-গ্রাফিক্স – এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2190

মাল্টিমিডিয়া-ও-গ্রাফিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2190

21891. কোনটিতে টাইপ করা যায়?

  1. টেক্সট বক্স
  2. ইমেজ বক্স
  3. কমান্ডবাটন
  4. টুলটিপ বক্স

21892. Presentation এর slide উপস্থাপনের জন্য কোন আইকনে ক্লিক করতে হবে?

  1. Slide show
  2. Solid fill
  3. New slide
  4. Transition

21893. হেলানো ছবি ক্রোপ করতে কোন কমান্ড ব্যবহার করা যায়?

  1. Scrop and Straighten photos command
  2. Shape command
  3. Cut cammand
  4. Smudge command

21894. ফটোশপে চোখের আইকনটির উপর ক্লিক করলে-

  1. চোখটি অদৃশ্য হয়ে যাবে
  2. লেয়ারের ছবিটি পর্দা থেকে অদৃশ্য হয়ে যাবে
  3. একটি ডায়ালগ বক্স ওপেন হবে

21895. কোনো স্লাইড তির করার সময় এবং স্লাইড তৈরির পরেও –

  1. ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করা যায়
  2. নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়
  3. যেকোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়

21896. ল্যাসো টুল কী ধরনের টুল?

  1. মুভ টুল
  2. সিলেকশন টুল
  3. কালার টুল
  4. ছবি কাটার টুল

21897. টুলবক্সের টুলগুলোর নিচের সোয়াচে কয়েকটি আইকন রয়েছে। এ আইকনগুলোর সাহায্যে-

  1. অবজেক্ট এবং অবজেক্টের প্রান্তে রঙ প্রয়োগ করা হয়
  2. রঙ বাতিল করে দেওয়া হয়
  3. ক্রপ করার কাজ সম্পন্ন করা হয়

21898. ছবির এবড়োথেবড়ো প্রান্ত বা বর্ডার ছেঁটে ফেলার জন্য-

  1. টুল বক্স থেকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে
  2. ছবির অপ্রজনীয় অংশ বাদ দেওয়া যায়
  3. ছবি সমান্তরাল করা যায়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

   
   

0 responses on "মাল্টিমিডিয়া-ও-গ্রাফিক্স - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2190"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved