
দেশসেরা ডিজিটাল মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতা শিক্ষকদের নিয়ে ‘গুণগত শিখন, টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে শিক্ষক সম্মেলন শুরু হয়েছে। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করেছে।
প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিএম হাসিবুল আলম, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, ইউনেস্কোর শিক্ষায় আইসিটি বিষয়ক প্রোগ্রাম স্পেশালিষ্ট ড. জঙ্ঘী পার্ক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই প্রোগ্রামের পলিসি এ্যাডভাইজর আনীর চৌধুরী।
এটুআই প্রোগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর সহযোগিতায় সারাদেশে ‘মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা’ আয়োজন করে যার মাধ্যমে সারাদেশের বিভিন্ন পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচিত হয়। শিক্ষকদের কাজের স্বীকৃতি ও সন্মাননা প্রদানের লক্ষ্যে প্রতি বছরের মত এবারো শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষক সম্মেলন-২০১৭- এ মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় বিজয়ী এবং শিক্ষক বাতায়নে নির্বাচিত সপ্তাহের সেরা মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতাসহ প্রায় ৩০০ জন শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারা দেশ থেকে বাছাইয়ের মাধ্যমে মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে মনোনীত প্রথম ১৫ জনকে ল্যাপটপ প্রদান করা হয়েছে। বাকি ২০ জনকে স্মার্টফোন প্রদান করা হয়েছে। এই সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষকদের বিদ্যালয়ে অর্জিত অভিজ্ঞতা অন্যান্য শিক্ষক এবং নীতিনির্ধারকদের সঙ্গে বিনিময় করার সুযোগ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই প্রোগ্রামের ই-লার্নিং স্পেশালিস্ট প্রফেসর ফারুক আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি স্পেশালিস্ট (এডুকেশনাল ইনোভেশন) আফজাল হোসেন সারওয়ার, এটুআই প্রোগ্রাম, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: