বৈশাখী ভাতা না দেওয়ায় শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ প্রতিবাদ

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা না দেওয়ার প্রতিবাদে ও চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা না দিয়ে সরকার বিমাতাসুলভ আচরণ করেছেন। ২০১৫ খ্রিস্টাব্দে থেকে শিক্ষকসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরদের বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে। বৈশাখী ভাতা না দেওয়ায় ক্ষুব্ধ সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারী। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে মাঠে রয়েছে সারা দেশের শিক্ষক সমাজ। এখন এ আন্দোলন আরো বেগবান হবে। আগামী ৩০ জুনের মধ্যে চাকরি জাতীয়করণের দাবি পূরণ না হলে জুলাই থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

এসময় সংগঠনের ঢাকা জেলার আহ্বায়ক মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ আরো বক্তব্য রাখেন- অধ্যক্ষ আলমগীর তালুকদার, অধ্যাপক আবু সাঈদ, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রাশেদুল ইসলাম ও কর্মচারী ফেডারেশনের নেতা মো. আইয়ুব আলীসহ প্রমুখ।

বৈশাখী ভাতা না দেওয়ায় শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ প্রতিবাদ

 

 

আরো পড়ুন:

পহেলা বৈশাখের আগেই বৈশাখী ভাতা দেয়ার দাবি ১০টি শিক্ষক-কর্মচারী সংগঠনের

শিক্ষকদের অবশ্যই বৈশাখী ভাতা দিতে হবে, দাবি সমর্থন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline