
বৈশাখী ভাতা দেয়ার দাবি ১০টি শিক্ষক-কর্মচারী সংগঠনের।
পহেলা বৈশাখ এর আগেই বৈশাখী ভাতা দেয়ার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী জাতীয় পর্যায়ের ১০ টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মোর্চা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি।
রোববার (৮ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক ড. নুর মোহাম্মদ তালুকদারের সভাপত্বিত্বে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার ঢাকায় অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক।
সভায় শিক্ষক নেতারা বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায় সংঙ্গত দাবিসমূহ ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ মেডিকেল ভাতা , উৎসব ভাতা, বাড়ি ভাড়া, সহযোগী অধ্যাপক, অধ্যাপক পদে পদোন্নতিসহ ১১ দফা দাবি বাস্তবায়ণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম, সৈয়দ জুলফিকার আলী চৌধুরী, যুগ্ম আহবায়ক মো: ফয়েজ হোসেন, আবুল কাশেম, বিলকিস জামান, মোহাম্মদ মহসীন রেজা, মোহাম্মদ ইয়াদ আলী খান, মো: কাওসার আলী শেখ ও মো: ফখর উদ্দিন জিগার।
আরো পড়ুন: