শিক্ষকদের অবশ্যই বৈশাখী ভাতা দিতে হবে, দাবি সমর্থন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষকদের অবশ্যই বৈশাখী ভাতা দিতে হবে, দাবি সমর্থন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
শিক্ষকদের বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব বোনাসসহ সব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন  পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন,দেশ ও জাতি গঠনে শিক্ষকগণ জোরালো ভূমিকা রাখছেন। তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকার ভাবছে।
মঙ্গলবার (২৭ মার্চ)  দিনাজপুর শিশু একাডেমি অডিটরিয়ামে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত দেশ গড়তে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শিক্ষা দিয়ে তাদের আদর্শ নাগরিকে গড়ে তুলতে হবে। শিক্ষকরা হলেন সোনার বাংলা গড়ার কারিগর। শিক্ষকদের আকাংখা পূরণে সরকার আন্তরিক রয়েছে বলেও জানান তিনি।
দিনাজপুর জেলা শিক্ষক সমিতির আয়োজিত এ কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর ছিদ্দিক।  শিক্ষাবোর্ডের সচিব মো. আমিনুল হক সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুম হাসান, সহ-সভাপতি বজলার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবু বকর ছিদ্দিক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সম্পাদক মো. মাতলুবুল মামুন। পরে কাউন্সিলে অধ্যক্ষ আহসানুল হক মুকুল সভাপতি ও মো. মাতলুবুল মামুন সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline