📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বাংলা সাহিত্যের ইতিহাস

গুরুত্বপূর্ণ সংবাদপত্র ও সাহিত্যপত্রিকা:

বাংলাদেশের/ ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র- বেঙ্গল গেজেট (জেমস অগাস্টাস হিকি; ১৭৮০)

প্রথম বাংলা সাময়িকপত্র (মাসিক)- দিগদর্শন (জন ক্লার্ক মার্শম্যান; ১৮১৮)

প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র- সমাচার দর্পণ (উইলয়াম কেরী; ১৮১৮)

প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র- সংবাদ প্রভাকর (ঈশ্বরচন্দ্র গুপ্ত; সাপ্তাহিকভাবে প্রকাশ আরম্ভ- ১৮৩১, দৈনিক হিসেবে আত্মপ্রকাশ- ১৮৩৯)

প্রথম বাংলা সচিত্র মাসিক পত্রিকা- বিবিধার্থ সংগ্রহ (রাজেন্দ্রলাল মিত্র; ১৮৫১)

নাম

সম্পাদক

প্রকাশকাল

বেঙ্গল গেজেট

জেমস অগাস্টাস হিকি ১৭৮০

দিগদর্শন (মাসিক)

জন ক্লার্ক মার্শম্যান ১৮১৮

সমাচার দর্পণ

উইলিয়াম কেরী ১৮১৮

সম্বাদ কৌমুদী

রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১৮২১

সংবাদ প্রভাকর

ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮৩১

তত্ত্ববোধিনী

অক্ষয়কুমার দত্ত ১৮৪৩

বিবিধার্থ সংগ্রহ

রাজেন্দ্রলাল মিত্র ১৮৫১

মাসিক পত্রিকা

প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার ১৮৫৪

ঢাকা প্রকাশ

কৃষ্ণচন্দ্র মজুমদার ১৮৬১

গ্রামবার্তা

কাঙাল হরিনাথ ১৮৬৩

বঙ্গদর্শন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭২

ভারতী

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ১৮৭৭

সাধনা

সুধীন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১

সবুজপত্র

প্রমথ চৌধুরী ১৯১৪

কল্লোল

দীনেশরঞ্জন দাস ১৯২৩

কালিকলম

প্রেমেন্দ্র মিত্র ১৯২৬

প্রগতি*

বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত ১৯২৭

সওগাত

মোহাম্মদ নাসির উদ্দীন ১৯১৮

আঙ্গুর

ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৯২০

ধূমকেতু

কাজী নজরুল ইসলাম ১৯২২

লাঙ্গল

কাজী নজরুল ইসলাম ১৯২৫

শিখা (বার্ষিক)

আবুল হোসেন ১৯২৭

পরিচয়**

সুধীন্দ্রনাথ দত্ত ১৯৩১

ক্রান্তি

১৯৪০

কবিতা

বুদ্ধদেব বসু, সমর সেন ও প্রেমেন্দ্র মিত্র

সমকাল

সিকানদার আবু জাফর

পূর্বাশা

সঞ্জয়দত্ত ভট্টাচার্য্য

নয়া সড়ক

১৯৪৮

পূর্বমেয়ে***

জিল্লুর রহমান সিদ্দিকী ও মুস্তাফা নূরুল ইসলাম ১৯৬০

দৈনিক নবযুগ

কাজী নজরুল ইসলাম ১৯৪১

বেগম

নূরজাহান বেগম ১৯৪৯

শিখা

কাজী মোতাহার হোসেন ১৯২৭

সন্দেশ

সুকুমার রায়

মোসলেম ভারত

মোজাম্মেল হক ১৯২০

উত্তরাধিকারী

বাংলা একাডেমী

লেখা

বাংলা একাডেমী

বর্তমানের সংবাদপত্র

দৈনিক প্রথম আলো

মতিউর রহমান

The Daily Star

Mahfuz Anam

কালের কণ্ঠ

আবেদ খান

দৈনিক ইত্তেফাক

আনোয়ার হোসেন মঞ্জু

দৈনিক জনকণ্ঠ

আতিক উল্লাহ খান মাসুদ

যুগান্তর

সালমা খাতুন

যায় যায় দিন

শফিক রেহমান

*প্রগতি ঢাকা থেকে প্রকাশিত হত

**পরিচয় পত্রিকাটি এখনো একই নামে প্রকাশিত হয়; তবে পত্রিকাটি এখন ভারতীয় কমিউনিস্ট পার্টির মালিকানাধীন

***পূর্বমেয়ে রাজশাহী থেকে প্রকাশিত হত

সাধারণ জ্ঞান সকল অধ্যায় দেখতে এখানে যান

 

আরো পড়ুনঃ

বিসিএস প্রস্তুতি- বাংলা সাহিত্য

৩৮ তম বিসিএস সাজেশন- বাংলা সাহিত্য

 

   
   

0 responses on "বাংলা সাহিত্যের ইতিহাস"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved