
১. প্রশ্নঃ- কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উ: ফারসি
২. প্রশ্নঃ- ‘পরেশ বাবু’ চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
উ: গোরা
৩. প্রশ্নঃ- মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ: এ জে মিন্টু
৪. প্রশ্নঃ- ‘অচলা’ বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা?
উ: গৃহদাহ
৫. প্রশ্নঃ- ‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী?
উ: অতি সামান্য ধন।
৬. প্রশ্নঃ- উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় কি হবে?
উ: প্রত্যুৎপন্নমতি
৭. প্রশ্নঃ- ‘জন্মই আমার আজন্ম পাপ’ উক্তিটি কার?
উ: দাউদ হায়দার
৮. প্রশ্নঃ- সমরেশ বসুর ছদ্মনাম কী?
উ: কালকূট
৯. প্রশ্নঃ- বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে?
উ: গোবিন্দ চন্দ্র দাস
১০. প্রশ্নঃ- প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
উ: শেখ আজিজুর রহমান
১১. প্রশ্নঃ- কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
উ: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
১২. প্রশ্নঃ- হুমায়ূন আহমেদ কি গবেষনার জন্য পিএইচডি লাভ করেন?
উ: পলিমার কেমিস্ট্রি
১৩. প্রশ্নঃ- বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন-
উ: দীনেশচন্দ্র সেন
১৪. প্রশ্নঃ- ‘জিবরাইলের ডানা’ গল্পের রচয়িতা কে?
উ: শাহেদ আলী
১৫. প্রশ্নঃ- কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি, ফারসি শব্দ ব্যবহার করেন?
উ: সৈয়দ মুজতবা আলী
১৬. প্রশ্নঃ- ‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’ নজরুল ইসলামের-
উ: ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
১৭. প্রশ্নঃ- ‘চাকা’ নাটকটির রচয়িতা কে?
উ: সেলিম আল দীন
১৮. প্রশ্নঃ- ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটি লিখেছেন কে?
উ: আহসান হাবীব
১৯. প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
উ: ক্ষুধিত পাষাণ
২০. প্রশ্নঃ- ‘রাজা যায় রাজা আসে’ কাব্যগ্রন্থটির রচয়িতা?
উ: আবুল হাসান
২১. প্রশ্নঃ- বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
উ: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
২২. প্রশ্নঃ- ‘আত্নঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
উ: নীরদচন্দ্র চৌধুরী
২৩. প্রশ্নঃ- রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা ও গান আছে ?
উ: এতে মোট ১৫৭টি কবিতা ও গান আছে
২৪. প্রশ্নঃ- প্রথম বাংলা অক্ষর খোদাইকারী
উ: পঞ্চানন কর্মকার
২৫. প্রশ্নঃ- বাংলা সাহিত্যে প্রথম মহিলা মুসলিম কবি কে?
উ: মাহমুদা খাতুন সিদ্দিকা
২৬. প্রশ্নঃ- টি.এস. এলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক
উ: বিষ্ণু দে
২৭. প্রশ্নঃ- শেক্সপিয়রের ‘রোমিও ও জুলিয়েট’ নাটক সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন
উ: হরচন্দ্র ঘোষ
২৮. প্রশ্নঃ- আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে?
উ: রোসাং বা রোসাঙ্গ নামে
২৯. প্রশ্নঃ- ‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উ: দ্বিজেন্দ্রলাল রায়।
৩০. প্রশ্নঃ- ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজী অনুবাদক কে?
উ: E. M. Milford
আরো পড়ুন: