বিসিএস প্রস্তুতি বাংলা সাহিত্য

১. প্রশ্নঃ- কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উ: ফারসি

২. প্রশ্নঃ- ‘পরেশ বাবু’ চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
উ: গোরা

৩. প্রশ্নঃ- মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ: এ জে মিন্টু

৪. প্রশ্নঃ- ‘অচলা’ বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা?
উ: গৃহদাহ

৫. প্রশ্নঃ- ‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী?
উ: অতি সামান্য ধন।

৬. প্রশ্নঃ- উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় কি হবে?
উ: প্রত্যুৎপন্নমতি

৭. প্রশ্নঃ- ‘জন্মই আমার আজন্ম পাপ’ উক্তিটি কার?
উ: দাউদ হায়দার

৮. প্রশ্নঃ- সমরেশ বসুর ছদ্মনাম কী?
উ: কালকূট

৯. প্রশ্নঃ- বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে?
উ: গোবিন্দ চন্দ্র দাস

১০. প্রশ্নঃ- প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
উ: শেখ আজিজুর রহমান

১১. প্রশ্নঃ- কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
উ: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)

১২. প্রশ্নঃ- হুমায়ূন আহমেদ কি গবেষনার জন্য পিএইচডি লাভ করেন?
উ: পলিমার কেমিস্ট্রি

১৩. প্রশ্নঃ- বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন-
উ: দীনেশচন্দ্র সেন

১৪. প্রশ্নঃ- ‘জিবরাইলের ডানা’ গল্পের রচয়িতা কে?
উ: শাহেদ আলী

১৫. প্রশ্নঃ- কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি, ফারসি শব্দ ব্যবহার করেন?
উ: সৈয়দ মুজতবা আলী

১৬. প্রশ্নঃ- ‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’ নজরুল ইসলামের-
উ: ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ

১৭. প্রশ্নঃ- ‘চাকা’ নাটকটির রচয়িতা কে?
উ: সেলিম আল দীন

১৮. প্রশ্নঃ- ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটি লিখেছেন কে?
উ: আহসান হাবীব

১৯. প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
উ: ক্ষুধিত পাষাণ

২০. প্রশ্নঃ- ‘রাজা যায় রাজা আসে’ কাব্যগ্রন্থটির রচয়িতা?
উ: আবুল হাসান

২১. প্রশ্নঃ- বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
উ: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

২২. প্রশ্নঃ- ‘আত্নঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
উ: নীরদচন্দ্র চৌধুরী

২৩. প্রশ্নঃ- রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা ও গান আছে ?
উ: এতে মোট ১৫৭টি কবিতা ও গান আছে

২৪. প্রশ্নঃ- প্রথম বাংলা অক্ষর খোদাইকারী
উ: পঞ্চানন কর্মকার

২৫. প্রশ্নঃ- বাংলা সাহিত্যে প্রথম মহিলা মুসলিম কবি কে?
উ: মাহমুদা খাতুন সিদ্দিকা

২৬. প্রশ্নঃ- টি.এস. এলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক
উ: বিষ্ণু দে

২৭. প্রশ্নঃ- শেক্সপিয়রের ‘রোমিও ও জুলিয়েট’ নাটক সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন
উ: হরচন্দ্র ঘোষ

২৮. প্রশ্নঃ- আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে?
উ: রোসাং বা রোসাঙ্গ নামে

২৯. প্রশ্নঃ- ‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উ: দ্বিজেন্দ্রলাল রায়।

৩০. প্রশ্নঃ- ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজী অনুবাদক কে?
উ: E. M. Milford

 

আরো পড়ুন:

ভিকারুননিসার ইংলিশ ভার্সনে ৪৭০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে

ফাযিল পরীক্ষায় নকল ৪ শিক্ষককে বহিষ্কার

বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনষ্টিটিউটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

কোনো সিদ্ধান্ত ছাড়াই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা প্রশ্নে অনুষ্ঠিত সভা শেষ হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline