
প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রশ্ন ফাঁস হওয়ায় সরকারের কোন দায় নেই বলে মনে করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মোতাহার সাংবাদিকদের জিজ্ঞাসায় এক সংবাদ সম্মেলন বলেন, “প্রশ্ন সরকার করে না। উপজেলা পর্যায়ে স্কুল ওয়ারি প্রশ্ন হয়, তাই দায় সরকারের না। প্রশ্ন কেমনে কিভাবে আউট হয় আমরা হানি না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সভাপতি বলেন, আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখনও প্রশ্ন ফাঁসের কথা শুনে আমি অন্তত ১০ টা প্রশ্ন ক্রয় করি। তার একটি প্রশ্নেরও মূল প্রশ্নের সঙ্গে মিল ছিলো না। তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
গত ১২ ডিসেম্বর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় মুন্সীগঞ্জ সদরের ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হয়নি। বরগুনার বেতাগী উপজেলাতেও ১৪০ টি স্কুলের পরীক্ষা বাতিল করা হয়েছিলো।
কমিটির সদস্য আখম জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রশ্ন করে স্থানীয় শিক্ষক সমিতি। এখানে সরকার বা মন্ত্রণালয়ের হাত নেই। তারপরেও পরীক্ষা বন্ধ করায় তাদের ধন্যবাদ জানাই।
অপর এক প্রশ্নের জবাবে মেতাহার বলেন, ’পিএসসিতে কোন প্রশ্ন ফাঁস হয়নি। ৬৫ সালে আমি এসএসসি পাস করেছি। তখনও প্রশ্ন ফাঁস হয়েছিলো।
উম্মে রাজিয়া কাজল বলেন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে। উপরের লেভেলেও প্রশ্ন ফাঁস হয়েছে। এর প্রভাব নীচেও পড়ছে।
আরো পড়ুন: