ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দুপুরে তাকে থানায় সোপর্দ করা হয়।
এটি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, একজনকে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার কমল কৃষ্ণ পাল দীর্ঘ আট বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে চাকরি করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও তিনি হুবহু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তৈরি করেছিলেন। এর সাথে জড়িত চক্রকে ধরার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।
আরো পড়ুন:
0 responses on "ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জালিয়াতি, ব্যাংক কর্মকর্তাকে থানায় সোপর্দ"