
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার নবম দিনে ৯ শিক্ষা বোর্ডে ৪২ হাজার ৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন বহিস্কৃত হয়েছে ৬২ জন পরীক্ষার্থী।
জেএসসির গণিত ও জেডিসির কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত) বিষয়ের পরীক্ষা ছিল আজ। তবে আজকে জেডিসির দশম দিন ছিল।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মাহাবুবুর রহমান এ তথ্য জানান।
আজকের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১৫ হাজার ৪৬১ জন, রাজশাহীতে ৪ হাজার ৫৫৮ জন, কুমিল্লায় ৩ হাজার ৮৮৬ জন, যশোরে ৪ হাজার ৯০৫ জন, চট্টগ্রামে ৩ হাজার ১১ জন, সিলেটে ২ হাজার ৪৯০ জন, বরিশালে ৩ হাজার ৩৯৭ জন, দিনাজপুরে ৩ হাজার ১৫৮ জন ও মাদ্রাসা বোর্ডে ১ হাজার ১৪১ জন।
ঢাকায় বহিষ্কার হয়েছে ৩৩ জন, রাজশাহীতে ৭জন, কুমিল্লায় ৮ জন, যশোরে ৫ জন, চট্টগ্রামে ২ হন, বরিশালে ৪ জন, দিনাজপুরে ৩ জন। আজকের পরীক্ষার মাদ্রাসায় বোর্ডে জেএসসির কোন পরীক্ষার্থীর বহিষ্কারের খোজ পাওয়া যায় নি।
চট্টগ্রামের বোর্ডের অধীনে আজকের পরীক্ষায় একজন বহিষ্কার হয়েছে বলে জানা গেছে।
এ বছর ২৮ হাজার ৬২৮ শিক্ষালয়ের শিক্ষার্থীরা দুই হাজার ৮২৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ২৪ লাখ ১৭ হাজার ৬২৩ জন পরীক্ষার্থীর অংশ নিচ্ছে।
১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।
জেএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। জেএসসিতে ছাত্রের সংখ্যা নয় লাখ ৭১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১১ লাখ ১৮ হাজার ৯৪১ জন। জেডিসিতে ছাত্রের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৪৪২ জন এবং ছাত্রী দুই লাখ ৫ হাজার ১০১ জন।
এবার বিদেশের নয়টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৫৯ জন শিক্ষার্থী।
আরো পড়ুন: