গ্রাফিক ডিজাইন কি?

গ্রাফিক্স ( গ্রীকঃ γραφικός গ্রাফিকস্‌ , যাকে বলা হয় “অঙ্কন বিষয়ক জ্ঞান”) হল এমনি একটি সদৃশ মাধ্যম যার দ্বারা কোন পৃষ্ঠের উপর (যেমন, একটি ওয়ালের উপর, একটি ক্যানভাসের উপর, একটি পর্দার উপর কিংবা একটি কাগজের উপর) কিছু ছবি বা নকশা আঁকাকে বুঝায় । যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এবং তা আমাদেরকে কোন ভাবার্থ বা বিনোদন অথবা স্বচিত্রক ভাব প্রকাশ করে । এটি মূলত ব্যবহার করা হয়ঃ কোন উপাত্ত (ড্যাটা) প্রকাশের উদ্দেশ্যে, কম্পিউটার বিষয়ক নকশা বা শিল্পজাত করণে, গ্রাফিক্স আর্ট বা ছাপাখানায় অক্ষর বিন্যাসে অথবা শিক্ষামূলক বা বিনোদন মূলক সফ্ট‌ওয়্যার নির্মানে । যখন কোন কম্পিউটার দ্বারা কোন নকশা ডিজাইন করা হয় তখন তাকে বলে কম্পিউটার গ্রাফিক্স । কম্পিউটার গ্রাফিক্স এমনি একটি প্রক্রিয়া যার দ্বারা কোন সিস্টেম প্রোগ্রামিং ছাড়াই কোন ব্যক্তি দৃশ্যমান টুল ব্যবহারের মাধ্যমে একটি নকশাকে উন্নত করতে পারে। (উইকিপিডিয়া থেকে সংগৃহীত)।


গ্রাফিক ডিজাইন কত প্রকার?

সাধারণত গ্রাফিক্স ডিজাইন দুই প্রকার –
প্রিন্ট মিডিয়া ও ওয়েব মিডিয়া।

প্রিন্ট মিডিয়াঃ যে সব গ্রাফিক্স ডিজাইন গুলো প্রিন্ট করা হয় তাকে প্রিন্ট মিডিয়া বলে। যেমনঃ ব্যানার, বিজনেস কার্ড, বুক কভার ডিজাইন ইত্যাদি।

ওয়েব মিডিয়াঃ যে সব ডিজাইন প্রিন্ট করার দরকার হয় না তাকে ওয়েব মিডিয়া বলে। এ সব ডিজাইন গুলো ওয়েব সাইডের কাজে ব্যাবহার করা হয়। যেমনঃ ওয়েব ট্যামপ্লাট, ওয়েব কভার ফটো,ফেসবুক কভার ফটো, প্রাইল ফটো ইত্যাদি।


গ্রাফিক ডিজাইনের ইতিহাস:

গ্রাফিক ডিজাইনের শেকড় অনেক প্রাচীন হলেও ব্রিটেইন এ ১৯ শতকের শেষের দিকে ফাইন আর্ট থেকে আলাদা হয়ে গ্রাফিক ডিজাইন স্বতন্ত্র ভাবে আত্মপ্রকাশ করে। এরপর প্রিন্ট মিডিয়ার হাত ধরে আক্ষরিক ভাবে গ্রাফিক ডিজাইন এর পথ চলা শুরু আমেরিকান বই ডিজাইনার উইলিয়াম এডিসন ডুইজ্ঞিন্স এর হাত ধরে ১৯২২ সালের গোঁড়ার দিকে।


গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার:

অ্যাডোবি ফটোশপ-Photoshop: অ্যাডোবি ফটোশপ মূলত একটি ফটো এডিটিং টুল ও গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যা অ্যাডোবি উন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য রিলিজ করে। ১৯৮৮ সালে Thomas ও John Knoll ভ্রাতৃদ্বয় এটি তৈরী করেন। তৈরীর পর থেকেই গ্রাফিক্স ডিজাইন ও ফটো এডিটিং এর বাজারে এটি নিজের উল্লেখযোগ্য স্থান করে নিতে সক্ষম হয়।


অ্যাডোবি ইলাস্ট্রেটর-illustrator: অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি কোম্পানীর তৈরী সবচেয়ে ভালো ভেক্টর ডিজাইনিং সফটওয়্যার হিসেবে পরিচিত। সফটওয়্যারটির সর্বশেষ ভার্সনের নাম হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ২০১৮ যা এই সফটওয়্যার লাইনের ২২তম প্রজন্মও বটে। এটি অ্যাডোবি সিস্টেমের অন্যতম সেরা একটি অ্যাডোবি ডিজাইন সফট্‌ওয়্যার।


অ্যাডোবি ড্রিমওয়েভার-Dream Waver: অ্যাডোবি ড্রিমওয়েভার অ্যাডোবির একটি প্রোপাইটরী ওয়েব ডেভেলপমেন্ট টুল। শুনতে অবাক লাগলেও এটি সত্য যে অ্যাডোবি ড্রিমওয়েভার অ্যাডোবি নয় বরং অন্য একটি কোম্পানী ম্যাক্রোমিডিয়া ১৯৯৭ সালে তৈরী করেছিল এবং ২০০৫ পর্যন্ত, যত দিন না ম্যাক্রোমিডিয়া অ্যাডোবির আওতায় আসে ততদিন পর্যন্ত এটি শুধুই ড্রিমওয়েভার হিসেবেই পরিচিত ছিল। এখন, এটি অ্যাডোবি ডিজাইন সফট্‌ওয়্যার হিসেবে দারুণ জনপ্রিয়।


অ্যাডোবি ইনডিজাইন-InDesign: অ্যাডোবি ইনডিজাইন একটি ডেক্সটপ পাবলিশিং সফটওয়্যার। পোষ্টার, ফাইয়ার, ব্রুশিয়ার, ম্যাগাজিন, নিউজ পেপার, প্রেজেন্টেশন, বই, ই-বুক ইত্যাদি তৈরী অ্যাডোবি ইনডিজাইন অতুলনীয়। ইনডিজাইন মূলত অ্যাডোবি পেমেকারের উত্তরসূরী যা অ্যাডোবি ১৯৯৪ সালে এলডাস কোম্পানী কিনে নেওয়ার পর পায়।


অ্যাডোবি আফটার ইফেক্ট-After Effect:

অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যাডোবির তৈরী ভিজুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিক্স এবং কম্পোষ্টিং এপ্লিকেশন যা চলচিত্রের পোষ্ট প্রোডাকশন এবং টেলিভিশন প্রোডাকশন এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া নন-লাইনার এডিটর, অডিও এডিটর ও মিডিয়া ট্রান্সকোডার হিসেবেও অ্যাডোবি আফটার ইফেক্টের খ্যাতি কম নয় তাছাড়া, ফ্যাটপেইন্ট-Fatpaint, গিম্প-GIMP, পিক্সেলমাটোর-Pixelmator, ব্লেন্ডার-Blender, মাইপেইন্ট-MyPaint, আর্টরেঞ্জ-ArtRage ইত্যাদি সফটওয়্যারগুলোও ভালো। সবশেষে বলা যায়, ডিজাইন এবং পাবলিশিং মার্কেটে ডিজাইনারদের কাছে অ্যাডোবির তার নিজ স্থান করে নিয়েছে বহু আগেই। সফটওয়্যারের নতুন নতুন ভার্সনের সাথে ব্যবহারকারী যাতে আরো সহজভাবে তার কার্য সম্পাদন করতে পারে তা নিয়ে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে অ্যাডোবি।


গ্রাফিক ডিজাইনের দুইটি গুরুত্বপূর্ণ বিষয়:

ভেব্টর ইমেজ ও রাস্টার ইমেজের পার্থক্য (Distinguish between vector image and raster image) : কম্পিউটারে গ্রাফিক্স দুইটি প্রধান ভাগে বিভক্ত- একটি ভিক্টর গ্রাফিক্স এবং অপরটি রাস্টার বা Pixel গ্রাফিক্স ।ইলাস্ট্রেটর এর যে কোন Artwork ই হচ্ছে Vector গ্রাফিক্স। অপরদিকে Photoshop এর সমস্ত ইমেজই Raster বা Pixel গ্রাফিক্স। অবশ্য ইলাস্ট্রেটরের Vector nগ্রাফিক্সকে কমান্ডের মাধ্যমে (Object>Resterize) Raster বা Pixel করে নেওয়া যায়। Vector গ্রাফিক্স Line এবং Curve এর সমন্বয়েএক ধরনের জ্যামিতিক Object দিয়ে তৈরি হয়, যাকে বলে Vector । অপরদিকে Raster গ্রাফিক্স চারকোনা টাইলস এর মত শেপের Pixel দিয়ে তৈরি হয়। Raster ইমেজের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এতে নির্দিষ্ট সংখ্যক Pixel থাকে। ইমেজটি ফেটে যায়। যখন Vector  গ্রাফিক্সকে বড় করা হয় তখন অবজেক্টগুলও পরিবর্তন হয়, ফলে ইমেজ গুলো ফাটে না। বিভিন্ন ধরনের অলংকরণ। text, Logo, গ্রাফিক্সের অনেক কাজে লাগে এবং এটি বহুল ব্যবহৃত হয়।


গ্রাফিক ডিজাইন শিখতে হলে যে বিষয়গুলো ভালোভাবে জানতে হবে:

০১। টুলবক্সের যাবতীয় টুল গুলোর কাজ পুংখানু পুংখানু ভাবে শিখতে হবে।

০২। বিভিন্ন ধরনের প্যালেট গুলোর ব্যবহার জানতে হবে।

০৩। কাস্টমাইজড ইলাস্ট্রেটর সর্ম্পকে

০৪। ডকুমেন্ট সেটআপ

০৫। ফ্রিফারেন্স সেট করা

০৬। ফন্ট সর্ম্পকে

০৭। ফিল্টারিং

০৮। কালার ম্যানেজমেন্ট

০৯। সাইজ

১০। ফরমেট

১১। রেজলুশন

১২। ফোরগ্রাউন্ড

১৩। ব্যাকগ্রউন্ড


অ্যাডোবি ইলাস্ট্রেটটরের ভিতরে যে টুলগুলো রয়েছে তার পরিচিতি:

০১। অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিন পরিচিতি

০২। ভেক্টর ইমেজ ও রাস্টার ইমেজের পার্থক্য

০৩। টুল বক্সের সব উপাদান

০৪। বিভিন্ন ধরনের প্যালেট এর ব্যবহার

০৫। কাস্টমাইজ ডকুমেন্ট

০৬। ডকুমেন্ট সেটআপ

০৭। প্রিফারেন্স সেট করা

০৮। রুলারস অনুশীলনী করা

০৯। চতর্ভূজ ও উপবৃত্ত তৈরি করা

১০। পরিগন টুল, স্টার টুল, স্পাইরাল টুল

১১। আর্টওয়ার্ক সেভ করা

১২। সিলেকশন টুল বিভিন্ন ভাবে

১৩। ডাইরেক্ট সিলেকশন টুল

১৪। গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টকে বাছাই করা

১৫। লুক অবজেক্ট বাহির

১৬। লুকানো সিলেকশন

১৭। লেয়ার এবং লেয়ার প্যালেট চয়েস

১৮। নতুন লেয়ার তৈরি

১৯। লেয়ার এডিট

২০। লেয়ার লক করা লুকানো

২১। লেয়ার মার্জ করা

২২। লেয়ারের মধ্যে উপাদান সমূহ মুভ  বা কপি করা

২৩। পেন টুল এর ব্যবহার

২৪। ওপেন এবং ক্লোজড পাথ তৈরি করা

২৫। অ্যাক্কর পয়েন্ট টুল , ডিলিট অ্যাক্কর পয়েন্ট টুল এবং কনভার্ট অ্যাক্কর পয়েন্ট টুল

২৬। স্মুথ টুল, ইরেজ টুল, রিশেপ টুল, সিজার্স টুলএবং নাইফ টুল

২৭। ব্রাশ প্যালেট, ফিল এবং স্ট্রোক

২৮। কালার প্যালেট. কালার মডেল এবং কাস্টম কালার

২৯। আইড্রপার ও পেইন্ট বাকেট টুলসের ব্যবহার

৩০। ট্রান্সফরমেশন টুল

৩১। ট্রান্সফর্ম, অ্যালাইন, এবং পাথ ফাইন্ডার প্যালেট

৩২। ডিভাইড/ট্রিম/মার্জ/ক্রোপ/আউটলাইন

৩৩। টাইপ টুল, পয়েন্ট টেক্সট,এরিয়া টেক্সট এবং লিস্ক টেক্সট

৩৪। পাথে টেক্সট টাইপ, পাথ বরাবর টেক্স মুভ

৩৫। ক্যারেক্টর প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট কমান্ড

৩৭। ট্যাব প্যালেট, এমএম ডিজাইন প্যালেট


ফটোশপের বিভিন্ন টুলস:

০১। Marquee Tool
০২। Move Tool
০৩। Lasso Tool
০৪।  Magic Wand Tool
০৬। Crop Tool
০৭। Healing Brush Tool
০৮। Stamp Tool
০৯। History Brush Tool
১০। Eraser Tool
১১। Gradient Tool
১২। Blur Tool
১৩। Sharp Tool
১৪। Smudge Tool
১৫। Dodge Tool
১৬। Path Selection Tool
১৭। Pen Tool
১৮। Notes Tools
১৯। Audio Annotation Tool
২০। Hand Tool


গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন সময় লাগে?

গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন সময় লাগবে এটা সম্পূর্ণরুপে আপনার উপর নির্ভর করবে। আপনি প্রতিদিন কত ঘণ্টা সময় দিচ্ছেন? আপনার আগে থেকে এই বিষয়ে কোনোকিছু জানা আছে কিনা? আপনি গ্রাফিক ডিজাইনের বিষয়গুলো কত দ্রুত বুঝতে পারছেন? কালার, রং ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা কেমন? ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করবে গ্রাফিক ডিজাইন শিখতে আপনার কতদিন সময় লাগবে। তবে উপরোক্ত বিষয়গুলোর মধ্যে আপনি যদি মাঝামাঝি অবস্থানে থাকেন তবে আপনি ৩ থেকে ৪ মাসেই গ্রাফিক ডিজাইন মোটামুটি আয়ত্ব করে ফেলতে পারবেন। এছাড়া ৬ মাস একাধারে খুব ভালোভাবে গ্রাফিক ডিজাইনের পিছনে সময় দিলে মার্কেটপ্লেসেও কাজ করতে পারবেন। গ্রাফিক ডিজাইন শিখার জন্য আমাদের এই কোর্সটি দেখতে পারেন। কোর্স কারিকুলামসহ বিস্তারিত দেখতে এখানে যান: গ্রাফিক ডিজাইন অনলাইন লাইভ কোর্স


ইশিখন গ্রাফিক ডিজাইন কোর্স:

  1. গ্রাফিক ডিজাইন ক্লাস : ০১

  2. গ্রাফিক ডিজাইন ক্লাস : ০২

  3. গ্রাফিক ডিজাইন ক্লাস : ০৩

  4. গ্রাফিক ডিজাইন ক্লাস : ০৪

  5. গ্রাফিক ডিজাইন ক্লাস : ০৫

  6. গ্রাফিক ডিজাইন ক্লাস : ০৬

  7. গ্রাফিক ডিজাইন ক্লাস : ০৭

  8. গ্রাফিক ডিজাইন ক্লাস : ০৯

  9. গ্রাফিক ডিজাইন ক্লাস : ১২

এই ক্লাসগুলো আমাদের  গ্রাফিক ডিজাইন কোর্সের কিছু অংশ মাত্র। গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ কোর্সটি ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন অথবা ডিভিডির ডাউনলোড লিংক অর্ডার করেও শিখতে পারেন। কোর্স কারিকুলামসহ বিস্তারিত নিচে দেওয়া হলো:

Section-1 :

– Introduction to Graphic Design
– Designing software
– Software Setup
– Designing tools
– Page Setup

– Introduction with Social Media Cover
– Different Social Media Cover Document Setup
– Discuss about Layer
– Text Warp
– File Save

– Introduction to Business Card Design
– Business Card Document Setup
– Font Selection
– Color Combination
– Icon Use

– Introduction ID Card Design
– Document Setup
– Clipping Mask
– Drop Shadow
– Stock

– Introduction Email Signature
– Document Setup
– Icon Selection
– Texture and Pattern Use
– Extension Add

– Gradient Tool
– Brush Tool
– Mirror Effects
– Opacity Use
– Banner Design

– Background Remove
– Magic Wand Tool
– Quick Selection Tool
– Refine Edge
– Use of Eraser Tool

– Pen Tool Use
– Clipping Path
– Anchor Point add
– Delete Anchor Point
– Modify Anchor Point

– Manipulation
– Hue, Saturation
– Brightness and Contrast
– Filter Gallery
– Blur
– Layer Mask

– Introduction to Flyer Design
– Introduction with All Kind of Brochure
– Document Setup

– Photo Editing
– Image Retouch
– Spot Remove
– Color Correction

– Introduction to PSD Template
– Document Setup
– Grid Install and Use
– Layer Setup

– Mockup Use
– Mockup Download


Section-2 :

– Introduction with Adobe Illustrator
– Document Setup
– Basic Tool
– Shape
– Color Use
– File Save

– Business Card Document setup
– Icon Use
– Pattern Use
– Font Outline

– ID Card Design
– Image Use
– Make Clipping Mask
– Drop Shadow
– Letterhead Document Setup

– Flyer document Setup
– Flyer Design
– Effect Use

– All Kinds of Brochure Design
– All kind of Brochure Document setup

– Logo Design Idea
– Document Setup

– Vector Tracing
– Pen tool Use

– Book Cover Document Setup
– T- Shirt Design
– Mockup Up

– Calendar Design
– Document Setup
– Taps Use

– Banner Design
– Bill Board Design

– Product Packing
– Document Setup
– Shape Arrange

– Portfolio Site
– Behance
– Flicker
– Dribble


Freelancing Class :

– UpWork
– Fiverr
– Freelancer.com
– Peopleperhour
– Themeforest
– Payoneer


আরো পড়ুন:

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline