
এইচএসসি সারাদেশে ৭ জন বহিষ্কার, অনুপস্থিত সাড়ে ৫ হাজার শিক্ষার্থী।
এইচএসসি ও সমমানের পরীক্ষার শনিবার (২১ এপ্রিল) সারাদেশে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ৯ শিক্ষা বোর্ডের অধীনে এ দিন অনুপস্থিত ছিল ৫ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
শনিবার এইচএসসির পদার্থ বিজ্ঞান ২য় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ঢাকায় ৫ জন ও চট্টগ্রামে ২জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তবে অন্যান্য বোর্ডে বহিষ্কারের খবর জানা যায়নি।
অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৯ জন, রাজশাহী বোর্ডে ৭৩১ জন, কুমিল্লা বোর্ডে ৫৭০ জন, যশোর বোর্ডে ৫৬০ জন, চট্টগ্রাম বোর্ডে ৬৯৩ জন, সিলেট বোর্ডে ৩০২ জন, বরিশাল বোর্ডে ৩৫৮ জন, দিনাজপুর বোর্ডে ৫২৭ জন এবং ডিআইবিএসে ১৭ জন পরীক্ষার্থী।
আরো পড়ুন: