
এইচএসসি ও সমমানের পরীক্ষার বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সারাদেশে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ৯ শিক্ষা বোর্ডের অধীনে এ দিন অনুপস্থিত ছিল ৫ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার এইচএসসির পদার্থবিজ্ঞান ১ম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় ৩, কুমিল্লায় ১, যশোর ১, চট্টগ্রামে ১ এবং বরিশালে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৭৭৬ জন, রাজশাহী বোর্ডে ৬৬৯ জন, কুমিল্লা বোর্ডে ৫৭০ জন, যশোর বোর্ডে ৫২৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৬৭১ জন, সিলেট বোর্ডে ২৯৬ জন, বরিশাল বোর্ডে ৩৫৮ জন, দিনাজপুর বোর্ডে ৫০৬ জন এবং ডিআইবিএসে ১৭ জন পরীক্ষার্থী।
আরো পড়ুন: