
এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে ১১ জন পরীক্ষার্থীকে।
এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে সোমবার (১৬ এপ্রিল) সারাদেশে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন অনুপস্থিত ছিলেন ৯ হাজার ২৪ জন পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
সোমবার এইচএসসিতে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, পৌরনীতি ২য় পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র, ব্যবসায় উদ্যোগ ২য় পত্র, ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা ২য় পত্র এবং বাংলা সাটলিপি (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সোমবার নকলের দায়ে ঢাকা বোর্ডে ৬ জন, চট্টগ্রাম,সিলেট ও দিনাজপুর বোর্ডে ১ জন করে এবং কুমিল্লা বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
এদিন ঢাকা বোর্ডে ২ হাজার ৯০৭ জন, রাজশাহীতে ১ হাজার ১৫৮ জন, কুমিল্লায় ৮৬০ জন, যশোরে ৮৯৩ জন, চট্টগ্রামে ৯৮৭ জন, সিলেটে ৭৫৩ জন, ববিশালে ৫০৫ জন এবং দিনাজপুর বোর্ডে ৯৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আরো পড়ুন: