
কক্সবাজারের সদরের খুরুসকুল এলাকায় অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।এ কাজ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে প্রশ্নফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও তিনটি সিম পাওয়া গেছে।
র্যাব-৭ (চট্টগ্রাম) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (১৮ এপ্রিল) রাতে ঈদগাঁও রাস্তার মা টেলিকম সেন্টারের সামনে এই অভিযান চালানো হয়।
আটক সদস্য মোবারক হোসেন (১৯) ওই এলাকার মো. কাশেমের ছেলে।
র্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, কক্সবাজার সদরের মোবারক হোসেন বাড়ি বসে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আগে মোবাইল ফোনের মাধ্যমে সরবরাহ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে মিমতানুর রহমান বলেন, ফেইসবুকের একটি গ্রুপের মাধ্যমে তার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যোগাযোগ হয়। পরে বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত হন মোবারক হোসেন।
এসব গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষার্থীদের কাছে বেচে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দিতেন।
আরো পড়ুন: