
এইচএসসি পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গিয়ে ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন।
বরগুনার আমতলীতে মেহেদী হাসান নামে এক এইচএসসি পরীক্ষার্থীর হয়ে ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে মো. আরিফ নামে এক যুবক আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৩ মে) আমতলী বকুলনেছা মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ। তিনি বরগুনা সদর উপজেলার বাবুল শরীফের ছেলে।
বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রের সচিব ও বকুলনেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান জানান, আমতলী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মো. মেহেদী হাসানের পরিবর্তে তার পরীক্ষা দিয়ে আসছিলেন মো. আরিফ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে কেন্দ্রে আসার পর আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রক্সি (ভুয়া পরীক্ষার্থী) এর কথা স্বীকার করেন।
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ জানান, আরিফের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা ১৯৮০ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: