এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ভাংচুর

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ভাংচুর।

পটুয়াখালীর গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ও চেয়ার ভাংচুর করেছেন পরীক্ষার্থীরা। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে সোমবার বিজ্ঞান বিভাগের উচ্চতর গনিত ১ম পত্র(২৬৫) ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনণ ১ম পত্র(২৮৬) পরীক্ষা চলছিল। কেন্দ্রের ২০৩ নং কক্ষে গলাচিপা ডিগ্রি কলেজের ছাত্ররা উচ্চতর গণিত পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষার শেষ ঘণ্টা বাজার পর হল পরিদর্শকরা খাতা গুছিয়ে বের হয়ে যাবার পর পরীক্ষার্থীরা ওই কক্ষের সিসি ক্যামেরা, দুইটি চেয়ার ও বেঞ্চ ভাংচুর করে।

গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহাবুব হাসান শিবলী পরীক্ষা শেষে অপ্রীতিকর ঘটনা ঘটায় ভাংচুর করা কক্ষটি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে পরিদর্শন করেন।

গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহাবুব হাসান শিবলী পরীক্ষা শেষে অপ্রীতিকর ঘটনা ঘটায় ভাংচুর করা কক্ষটি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামেরা ভাংচুর

 

 

আরো পড়ুনঃ

মোমবাতি ও চার্জার জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষককে পেটালো এইচএসসি পরীক্ষার্থী নকলে বাধা দেয়ায়

মন্তব্য করুন