ইশিখন.কম ব্লগ

বিষয়:– বাংলা (৪০ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি)

১. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ পুঁথিটির আবিষ্কারক
কে?
উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
২. ‘তিথিডোর’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ বুদ্ধদেব বসু
৩. শরত্চন্দ্রের ‘কুন্তলীন’ পুরস্কার প্রাপ্ত
গল্পের নাম কি?
উঃ মন্দির
৪. ‘কাব্য সুধাকর’ কার উপাধি?
উঃ গোলাম মোস্তফা
৫. ‘স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর
কবিতা’ -কথাটি কার রচনা?
উঃ শামসুর রাহমান
৬. বাংলা ব্যঞ্জনবর্ণে কতটি বর্গে ভাগ
করা হয়েছে?
উঃ ৫টি
৭. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও
জনপ্রিয় কবি কে?
উঃ ফকির গরীবুল্লাহ
৮. ‘কালের কলস’ কাব্যগ্রন্থটির
রচয়িতা কে?
উঃ আল মাহমুদ
৯. ভাষার কোন রীতি কেবলমাত্র
লেখ্যরূপে ব্যবহৃত হয়?
উঃ সাধুরীতি
১০. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত
এটি প্রথম প্রমাণ করেন কে?
উঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১১. ‘কেরি সাহেবের মুন্সী’ কার রচনা?
উঃ প্রমথনাথ বিশী
১২. ‘যদ্যপি আমার গুরু’-কার রচনা?
উঃ আহমদ ছফা
১৩. ‘আগড়ম বাগড়ম’- বাগধারাটির অর্থ
কি?
উঃ অর্থহীন কথা
১৪. শব্দের আগে বসে কোনটি?
উঃ উপসর্গ
১৫. ‘অপু ও দুর্গা’- চরিত্র দুটি কোন
উপন্যাসের?
উঃ পথের পাঁচালী
১৬. ‘কমলাকান্তের দপ্তর’ কার লেখা?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৭. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলীর’
রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. ‘বায়স’ শব্দের অর্থ কি?
উঃ কাক
১৯. বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম
কি?
উঃ মনসা বিজয়
২০. ‘মানুষের প্রতি বিশ্বাস
হারানো পাপ’- কার উক্তি?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২১. ‘পর্বতের মুষিক প্রসব’ প্রবচনটির অর্থ
কি?
উঃ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
২২. ‘ভারতচন্দ্র রায়কে ‘গুণাকর’
উপাধি কে দেন?
উঃ নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র
২৩. ‘অপনা মাংসেঁ হরিনা বৈরী’-
পঙক্তিটির রচয়িতা কে?
উঃ ভুসুকুপা
২৪. চর্যাপদের
নারী পদকর্তা কে ছিলেন?
উঃ কুক্কুরীপা
২৫. বৈষ্ণব পদকর্তা ‘চন্ডীদাস’ কত জন?
উঃ ৩ জন

আরো পড়ুন:

শেষ নিয়ে যত সাহিত্যকর্ম

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য – 1

বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline