বিসিএস ক্র্যাশ – মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য – 1

বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য

(মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য আধুনিক যুগ এর অন্তর্ভুক্ত। আধুনিক যুগ থেকে BCS প্রিলিমিনারিতে ১৫ নম্বর থাকবে।)

মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক:
সৈয়দ শামসুল হক- পায়ের আওয়াজ পাওয়া যায়
মমতাজ ঊদ্দীন আহমেদ- কী চাহ শংখচীল, বর্ণচোর, বকুলপুরের স্বাধীনতা
সৈয়দ ওয়ালীউল্লাহ- তরঙভঙ
আলাউদ্দীন আল আজাদ- নরকে লাল গোলাপ
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসঃ
আনোয়ার পাশা- রাইফেল রুটি আওরাত
সৈয়দ শামসুল হক- নিষিদ্ধ লোবান, নীল দংশন
শওকত ওসমান- জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, জলাঙী, নেকড়ে অরণ্য, জন্ম যদি তব বঙে।
শওকত আলী- যাত্রা
হুমায়ুন আহম্মেদ- আগুনের পরশমনি, শ্যামল ছায়া, শংখনীল কারাগার
আল মাহমুদ- উপমহাদেশ
আবু জাফর শামসুদ্দীন- দেয়াল
সেলিনা হোসেন- হাঙর নদী গ্রেনেড, যুদ্ধ।
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রঃ
জহির রায়হান- Stop Genocide
নাসি উদ্দীন ইউসুফ- একাত্তরের যীশু, গেরিলা
খান আতাউর রহমান- আবার তোরা মানুষ হ
তানভীর মোকাম্মেল- হুলিয়া
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ- মুক্তির গান
চাষী নজরুল ইলাম- ওরা এগারজন

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline