৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা ১ম পত্র

৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা ১ম পত্র

মানুষ জাতি
৫। বাংলা কবিতার কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
ক. কাজী নজরুল ইসলামকে
খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
গ. সত্যেন্দ্রনাথ দত্তকে
ঘ. জসীমউদ্দীনকে
৬। ‘এক পৃথিবীর স্তন্যে লালিত’—এ উক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. একই পৃথিবীর স্নেহছায়ায় লালিত
খ. জীবন ধারণের ভিন্ন উপাদান
গ. মানুষে মানুষে মেলবন্ধন
ঘ. মানবকল্যাণে কাজ করে যাওয়া
৭। ‘মানুষ জাতি’ কবিতায় প্রকৃতপক্ষে কয়টি জাতির উল্লেখ আছে?
ক. এক জাতি
খ. তিন জাতি
গ. পাঁচ জাতি
ঘ. সাত জাতি
৮। জগত্জুড়ে যে জাতি রয়েছে তার নাম কী?
ক. মানুষ জাতি
খ. খ্রিষ্টান জাতি
গ. মুসলিম জাতি
ঘ. হিন্দু জাতি
৯। ‘কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি’ ‘মানুষ জাতি’ কবিতায় এ কথার অর্থ কী?
ক. ছোটদের বড় করে তুলি
খ. কচি ডাঁটাগুলো পরিপুষ্ট করে তুলি
গ. ছোটদের পরিপুষ্ট করে তুলি
ঘ. কচি ডাঁটাগুলো নরম করে তুলি
১০। ‘কচি কাঁচাগুলি’ ডাঁটো করে তুলতে হবে কেন?
ক. শিশুরাই জাতির ভবিষ্যত্
খ. কচি ডাঁটার কদর বেশি
গ. শিশুরা আবেগপ্রবণ
ঘ. কাঁচা জিনিস সহজেই নষ্ট হয়
১১। ‘বাঁচিবার তরে সমান যুঝি’—এখানে যুঝি মানে কী?
ক. সবাই মিলে
খ. জানতে পারি
গ. বুঝতে পারি
ঘ. যুদ্ধ করি
১২। ‘মানুষ জাতি’ কবিতায় কবি কোন যুদ্ধের কথা বলেছেন?
ক. ধর্ম নিয়ে যুদ্ধ
খ. জীবনযুদ্ধ
গ. ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
ঘ. মুক্তিযুদ্ধ
১৩। ‘মানুষ জাতি’ কবিতায় আমরা কখন জলে ডুবি?
ক. যখন কেউ বিপদে ঠেলে দেয় খ. জীবন সংগ্রামে যখন পরাজিত হই
গ. যখন গোসল করি
ঘ. যখন পানিতে পড়ে যাই
১৪। ‘মানুষ জাতি’ কবিতায় আমরা কখন বাঁচি?
ক. যখন দোসর খুঁজে পাই
খ. যখন রোগমুক্ত হই
গ. যখন সংকটমুক্ত হই
ঘ. যখন ঠিকমতো খেতে পাই
১৫। ‘মানুষ জাতি’ কবিতায় ‘কৃত্রিম ভেদ’ কিসের?
ক. নারী-পুরুষের
খ. পিতা-পুত্রের
গ. শিক্ষক-ছাত্রের
ঘ. ধর্ম-বর্ণের
১৬। রাগে অনুরাগে কে প্রকট হয়?
ক. বর্ণের লোক
খ. ধর্মের লোক
গ. আসল মানুষ
ঘ. কৃত্রিম মানুষ
১৭। ‘মানুষ জাতি’ কবিতায় বর্ণে বর্ণে কী নেই?
ক. সাদৃশ্য নেই
খ. আনন্দ নেই
গ. সমতা নেই
ঘ. ভেদাভেদ নেই
১৮। ‘মানুষ জাতি’ কবিতায় ‘নিখিল জগত্’ কেমন?
ক. ব্রহ্মময় খ. কর্মময়
গ. স্বপ্নময় ঘ. বিশাল
১৯। ‘মানুষ জাতি’ কবিতায় ‘বাহিরে ছোপ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বাইরের জগত্
খ. পোশাক পরিচ্ছদ
গ. বর্ণ ঘ. ধর্ম

উত্তর: বাংলা ১ম পত্র
মানুষ জাতি
৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. গ

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline