
৪০ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি
————–
বাংলায় যেখানে ভরসা- । পার্ট – ১
————
১। চর্যাপদে কতটি পদ পাওয়া যায় >> সাড়ে ছে চল্লিশটি
২।মোট পদকর্তা >> ২৩মতান্তরে ২৪। লালনীল দীপাবলিতে ২৪জন আছে।
৩।চর্যাপদের ভাষা যে বাংলা এটা কে প্রথম বলেছিলেন >> ড. সুনীতিকুমার চট্টোপ্যাধ্যায়
৪।বাঙলা ভাষার উত্পত্তি ও বিকাশ গ্রন্থটি রচয়িতা >>ড. সুনীতিকুমার চট্টোপ্যাধ্যায়
৫।হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা বইটি কবে প্রকাশিত হয় >১৯১৬
৬।চর্যাপদ -এর আরো দুটি বই কি আবিষ্কার করা হয় >> ডাকার্ণব ও দোহাকোষ
.৭।কাহ্ন পা এর অন্য নাম কি? >> কৃষ্ণাচার্য
.
৮। > কাহ্ন পা রচিত পদের সংখ্যা :12টি।(সূত্র: লালনীল দীপাবলি)
৯।> চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদলেখেন : ভুসুক পা, ৮টি।
১০।সাধারণ মেয়ে নামক কবিতাটি কে লিখেছেন >> রবীন্দ্রনাথ ঠাকুর।
১১।চর্যাপদ পদ গুলো যে সুরে বা রাগে রচিত >> শেষে অন্তমিল । রাগ>> পট মঞ্জুরী, রাগ অরু, রাগ ভৈরবী।
———-
::লোকসাহিত্যের প্রাচীনতমশাখা : ছড়া। > ‘ময়মনসিংহ গীতিকা’সম্পাদনা করেন : দীনেশচন্দ্রসেন।
:: > বাংলা টপ্পা গানের জনক : নিধুবাবু।
:: > ‘স্বাধীনতা হীনতায়কে বাঁচিতে চায় হে’ চরণটিররচয়িতা : রঙ্গলাল বন্দোপাধ্যায়।
:: > আমীর হামজা ওজঙ্গনামা গ্রন্থদুটির লেখক :ফকীর গরীবুল্লাহ।
:: > ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথমবই : বেতাল পঞ্চবিংশতি।
:: > যে মহিলা কবি সর্বপ্রথমরামায়ণ অনুবাদ করেন :চন্দ্রাবতী।
:: > মর্সিয়া সাহিত্যগড়ে উঠেছিল : অষ্টাদশ শতকে।
> অন্নদা মঙ্গল কাব্যেররচয়িতা :ভারতচন্দ্র রায় গুণাকর।
—
বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব –
————–
ত্রিশের দশকের বিশিষ্ট ৫ জন কবি রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন । তাঁদের ৫ জনকে বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব বলা হয় ।
তারা হলেন…. ( অ বু জ বি সু)
১.অমিয় চক্রবর্তী (১৯০১-৮৭)
২.বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪)
৩.জীবনান্দ দাশ (১৮৯৯-১৯৫৪)
৪.বিষ্ণু দে (১৯০৯-৮২)
৫.সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬০)
আরো পড়ুন: