
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৯
১৩. জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে বর্তমান সরকার কয়টি কৌশল গ্রহণ করেছে?
ক. ১০টি খ. ৯টি গ. ৮টি ঘ. ৭টি
১৪. আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
ক. ২৩ ভাগ খ. ২৪ ভাগ
গ. ২৫ ভাগ ঘ. ২৬ ভাগ
১৫. আমাদের দেশের জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে সরকারের কৌশল হলো—
i. ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার
ii. নারীশিক্ষার প্রসার
iii. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
১৬. দেশে জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য হলো—
ক. দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা
খ. দেশের প্রথম শ্রেণির নাগরিকদের জীবনমানের উন্নতি
গ. জনসংখ্যা বৃদ্ধি করা
ঘ. শুধু দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি
১৭. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হলো—
i. শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা
ii. পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা
iii. দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
১৮. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কোনটি?
ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট
খ. ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট
গ. ছেলে হোক মেয়ে হোক তিনটি সন্তানই যথেষ্ট
ঘ. একটি ছেলে ও একটি মেয়েসন্তানই যথেষ্ট
১৯. প্রতিবছর বাংলাদেশে জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
ক. ৫ ফেব্রুয়ারি খ. ৪ ফেব্রুয়ারি
গ. ৩ ফেব্রুয়ারি ঘ. ২ ফেব্রুয়ারি
২০. নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে—
ক. প্রাথমিক শিক্ষাকে খ. মাধ্যমিক শিক্ষাকে
গ. উপ-আনুষ্ঠানিক শিক্ষাকে
ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে
২১. কী ধরনের আয়বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের ওপর সরকার গুরুত্ব আরোপ করেছে?
ক. হাস-মুরগীর খামার ও মাছ চাষ খ. কৃষিকাজ গ. দোকান পরিচালনা ঘ. গাড়ি চালানো
২২. জনসংখ্যা মোকাবিলায় বেসরকারি সংস্থাগুলো কী তৈরি ও ব্যবহার করে?
ক. ওষুধপত্র খ. খাদ্যসামগ্রী
গ. যানবাহন ঘ. সচেতনতামূলক উপকরণ
২৩. সরকার নারীশিক্ষা প্রসারে কী পদক্ষেপ নিয়েছে?
i. প্রাথমিক স্তরে বিনা মূল্যে টেক্সটবুক সরবরাহ
ii. মাধ্যমিক স্তরে বিনা মূল্যে টেক্সটবুক সরবরাহ
iii. মেয়েদের উপবৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
২৪. কোথায় বিবাহের রেজিস্ট্রি হয়?
ক. কোর্টে খ. মসজিদে
গ. কাজি অফিসে ঘ. ইউনিয়ন পরিষদে
২৫. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন?
ক. শিক্ষার হার বাড়ানোর জন্য
খ. নিরক্ষরতা দূর করার জন্য
গ. পরিবার ছোট রাখার জন্য
ঘ. জনসংখ্যা বাড়ানোর জন্য
২৬. শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?
ক. ২০০৯ সালে খ ২০১০ সালে
গ. ২০১১ সালে ঘ. ২০১২ সালে
২৭. বর্তমানে নারীরা কোন শিল্পে বেশিসংখ্যক অংশ নিচ্ছেন?
i. পোশাকশিল্প ii. কারুশিল্প iii. কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
২৮. বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
ক. বিমা কোম্পানি
খ. বেসরকারি ব্যাংক
গ. এনজিও
ঘ. প্রিন্টিং মিডিয়া
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৯
১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর