মেডিকেলে ভর্তি পরীক্ষা ঃ ১০০ টি প্রশ্ন ও উত্তর

১। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? ☞৭ এপ্রিল
২। দহগ্রাম ছিটমহল টি কোথায়? ☞
লালমনিরহাট
৩। একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 7/22m
,আয়তন 4 m3 হলে তার ব্যাস কত? ☞4m
৪। Fill in the blank with the correct
option.
No one can ______ that he is clever. ☞
deny
৫। ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব
কোনটি? ☞Nematoda
৬। হাইড্রার মুকুল কি কাজে ব্যাবহার হয়? ☞
অযৌন প্রজনন
৭। ফটোকেমিকেল স্মগ তইরীতে কোন বায়ুদুষক
ব্যবহার হয় না ? ☞CFC/☞o3 confused
৮। একটি বল ২০ ms-1 বেগে অনুভুমিকের সাথে
৪৫ ডিগ্রি কোনে নিক্ষেপ করলে, বলটি কত
দূরে পরবে? ☞40m
৯। Fill in the blank with the correct
option.
He gave up ____ football when he got
married. ☞playing
১০। নিচের কোনটি নিওক্লিয়ার পাওয়ার
স্টেসনে জ্বালানিরূপে ব্যাবহার হয়? ☞235u

১১। স্থুলতার সহিত সম্পর্ক যুক্ত রোগ
কোনটি? ☞করোনারি হার্ট ডিজিজ
১২। কাইরাল ক্রেন্দ বিশিষ্ট অ্যালকোহল হল
☞বিউটানল-২/☞২-মিথাইল-১বিউটানল
confused
১৩। পিচ্ছিল বরফের উপর 1kg ওজনের একটি
পাথর 2ms-1 বেগে চলার 10s পর ঘর্ষণের ফলে
থেমে গেল।এখানে ঘর্ষণ বল কত? ☞0.2N
১৪। Fill in the blank with the correct
option.
A person who writes about his own life
writes ____. ☞An autobiography
১৫। ভারতীয় উপমহাদেশের সর্বশেষ গভর্নর
জেনারেল কে ছিলেন? ☞লর্ড মাউন্টব্যাটেন
১৬। মাইক্রোভিলায়গুলো একত্রিত হয়ে
ক্রুদ্রান্তের উপরিভাগে কি সৃষ্টি করে? ☞
ব্রাশ বর্ডার
১৭। রক্তেস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ
থেকে যকৃতে সঞ্চিত পলিসেকারাইড হল ☞
গ্লাইকোজেন
১৮। ভরবেগ 2 গুন হলে গতিশক্তি কত গুন
হবে ? ☞চার গুন
১৯। Choose the correct Translation :
গরু ঘাস খেয়ে বাঁচে। ☞The cow lives on
grass
২০। ২০১৪ শালে চিকিৎসায় নোবেল পেয়েছেন
কতজন? ☞৩ জন

২১। ইউরিন হালকা হলুদ হয় কোনটির জন্য?
☞ইয়রোক্রোম
২২। কোনটি গ্লবিউলার প্রোটিন নয়? ☞
ইনসুলিন
২৩। 500g ভরের একটি বস্তুকে স্থির
অবস্থান থেকে 2N বল প্রয়োগ করে 1m দূরে
সরানো হল। বস্তুটির উপর কি পরিমান কাজ
করা হল? ☞2J
২৪। Choose the best possible passive
from-
Who is calling me? ☞By whom am i being
called?
২৫। ইয়াহু মেইল চালু হয় কত সালে? ☞১৯৯৭
ණসারজেল_হোসেন ණসারজেল_হোসেন
ණসারজেল_হোসেন
২৬। ক্ল্যাভিকল এর বৈশিষ্ট্য কোনটি? ☞
এটি একটি বাকানো অস্থি
২৭। 10% NaCl দ্রবণের মোলারিটি কত? ☞
1.709 mol/L
২৮। চন্দ্র ও পৃথিবীর দূরত্ব যদি দিগুন হয়,
তবে তাদের মধ্যে মহাকর্ষ বল পূর্বের তুলনায়-
☞চার ভাগের এক ভাগ হবে
২৯। Choose the correct spelling- ☞
separate
৩০। চলনের সময় হাঁটু ভাঁজ করতে সাহায্য করে
কোন পেশী? ☞বাইসেপস ফিমোরিস

৩১। মৃদু এসিড আর সবল ক্ষারকের টাইটে্রশনে
উপযোগী নির্দেশক কোনটি? ☞
ফেনলফথ্যালিন
৩২। ভূপৃষ্ঠে এক বেক্তির ওজন 50kg। কত
উচ্চতায় গেলে ওজন অর্ধেক হবে? ☞1600km
৩৩। Choose the correct spelling- ☞
Lieutenant
৩৪। ক্ষুধা নিয়ন্ত্রণ কার কাজ? ☞
হাইপোথ্যালামাস
৩৫। সিরামিকের জন্য ব্যবহার করা হয় না
কোনটি? ☞Al4C3
৩৬। স্টীলের তাপমাত্রা বাড়ালে ইয়ং এর
গুণাঙ্ক কি পরিবর্তন হয়? ☞কমবে
৩৭। Select the correct sentence. ☞He
resembles his father
৩৮। পিউপিল কোথায় অবস্থিত? ☞আইরিশের
মধ্যবর্তী স্থানে
৩৯। ন্যানো কনা তৈরিতে ব্যবহার করা হয় না
কোনটি? ☞ফুলারিন
৪০। 4m দৈর্ঘ্য এবং 30.5mm ব্যাসের
একটি স্টিলের তারের উপর 5kg ভর প্রয়োগ
করলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে- ☞4.9×10-4m

৪১। Choose the best possible passive
from-
‘we dont like idle people’ is- ☞Idle people
are not liked by us
৪২। অগ্নাসয়ের আলফা কোষ থেকে নিসৃত হয়-
☞গ্লুকাগন (not sure)
৪৩। কক্ষ তাপমাত্রা কত? ☞২৯৮k
৪৪। নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের
ক্ষমতা নির্ভর করে কোন বৈশিষ্টের উপর?
☞ঘনত্ব
৪৫। The idiom ‘without issue’ means- ☞
childless
৪৬। ফায়েনসেফানলের মধ্যস্থ গহ্বরটিকে কি
বলে? ☞তৃতিও ভ্রেন্তিকল
৪৭। গ্রীন হাউস গ্যাস নয় কোনটি? ☞N2
৪৮। পানিকে 0ডিগ্রিc থেকে 10ডিগ্রিc
তাপমাত্রায় উত্তপ্ত করলে উহার আয়তন- ☞
বাড়ে
৪৯। জলাতঙ্কের টিকার আবিষকারক কে? ☞লুই
পাস্তুর
৫০। মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? ☞
হাইপোগ্লসাল
ණসারজেল_হোসেন ණসারজেল_হোসেন
ණসারজেল_হোসেন

৫১। নিচের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য
বেশি? ☞টেলিভিসন তরঙ্গ
৫২। একটি ইঞ্জিন 3400J তাপ গ্রহন করে
এবং 2400J তাপ বর্জন করে। ইঞ্জিনের ক্ষমতা
কত? ☞29.41%
৫৩। কোনটি Shakespare এর লেখা নয়? ☞
ওয়ার এন্ড পিস
৫৪। কোনটি ভ্রুনিও এক্তড্রাম থেকে সৃষ্টি
হয়? ☞ক্রেন্দ্রিও স্নায়ুত্রন্ত
৫৫। কোন আয়ন টি আকারে ছোট? ☞Na+
৫৬। একটি ক্যাপাসিটর কাজ করে- ☞Dc
সার্কিটে (not sure)
৫৭। নোবেল পুরস্কার পান নি কে? ☞স্তিফেন
হকিং
৫৮। গনোরিয়া রোগের কারণ? ☞ব্যাক্টেরিয়া
৫৯। অ্যামোনিয়ার বন্ধন কোন কত? ☞১০৭
৬০। 250v সম্পন্ন বিদ্যুৎ লাইনের সাথে
সংযুক্ত একটি হিটারের কাজ করতে 8A
বিদ্যুতের প্রয়োজন হয়। হিটারের শক্তি কত?
☞2000W

৬১। মিনা কার্টুন এর রূপকার কে? ☞মোস্তফা
মনোয়ার
৬২। মানুষের দেহকোষে কতটি অটোসম থাকে?
☞৪৪ টি
৬৩। 0.005 M H2SO4 এ দ্রবণের ph কত? ☞

৬৪। চৌম্বক & ভৌগলিক অক্ষ সমন্বয়ে তৈরি
কোণের পরিমান কত? ☞১৭ ডিগ্রি
৬৫। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? ☞
হেলসিনকি
৬৬। কোন রোগটি ব্যাক্টেরিয়া সৃষ্ট? ☞
কলেরা
৬৭। একটি দ্রবনের PH হল 6. দ্রবনে আরও
HCl দ্রবন যোগ করায় দ্রবনের PH 3 করা হল।
সেশ দ্রবনে H+ আয়নের মোলার ঘনমাত্রা
বৃদ্ধি
ঘটেছে- ☞10^-3 times
৬৮। Bangladesh is overpopulated people.
Here overpopulated means- ☞too many
people
৬৯। ডেঙ্গু কোন ভাইরাসের কারনে হয়? ☞
ফ্লাভি
৭০। স্থির তাপমাত্রায়, বিক্রিয়কের
ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে
সরে যাবে? ☞ডানে

৭১। Choose the correct form of sentence
☞I await for your decision
৭২। আলুর কোন ভাইরাসের কারনে ধ্বসা রোগ
হয়? ☞Phytopthora (not sure)
৭৩। ফুড প্রিজারভেতিভ এ সাইট্টিক
এসিডের ph কত? ☞৪.৫০
৭৪। Termination means- ☞to end
৭৫। প্রোটিনের এমিনো এসিড গুলো কোন
বন্ধনী দারা যুক্ত থাকে? ☞পেপটাইড
ණসারজেল_হোসেন ණসারজেল_হোসেন
ණসারজেল_হোসেন
৭৬। 25ডিগ্রিc তাপমাত্রায় পানির আয়নিক
গুনফল কত? ☞1.0×10^-14
৭৭। What is the best possible
meaning of ‘white Elephant’? ☞a costly
and troublesome thing
৭৮। গ্লুকোজ কি ধরনের যৌগ? ☞হেক্সস
মনোসেকারাইড
৭৯। কোনটির কেলাস ঘনক আকৃতির? ☞Nacl
৮০। Which of the following is the correct
proverb? ☞All is well that ends well

৮১। Cycus উদ্ভিদের সুক্রানু কিরুপ? ☞বহু-
ফ্লাযেলাযুক্ত
৮২। প্রস্থছেদের ক্ষেত্রফল 2 গুণ হলে রোধ
কত হবে? ☞অর্ধেক
৮৩। Agaricus এর সঞ্চিত খাদ্য কোনটি? ☞
তৈল বিন্দু (not sure)
৮৪। +2d ক্ষমতার লেন্সের ফোকাস দূরত্ব কত?
☞+.৫
৮৫। পত্ররন্ধের খোলা বন্ধের উপর প্রভাব
বিস্তার করে কোনটি? ☞অসমোটিক প্রেসার
৮৬। একটি দুরিবিক্ষন যন্ত্রের সর্বনিম্ন
বিবর্ধন ক্ষমতা M,
যদি নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয়, তবে
বিবর্ধন ক্ষমতা কত? ☞M/2
৮৭। ব্রায়ওফাইটের নিসেকের জন্য কোন
মাধ্যম প্রয়োজন? ☞তরল
৮৮। একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনী রশ্মি
আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হবে? ☞
ইলেকট্রন
৮৯। হ্যাচ স্ল্যাক পর্বে কার্বন-ডাই-অক্সাইড
গ্রহীতা কোনটি? ☞ফস্ফোইনল পাইরুভেট
৯০। কোন রশ্মি. ২০ সে.মি পুরুতের স্টিল
ভেদ কর্তে- ☞ গামা রশ্মি

৯১। মানুষের রক্তের ph কত? ☞7.4
৯২। অবাত শ্বসনে গ্লুকোজ ভেঙ্গে কি উৎপন্ন
হয়? ☞CO2 ও ইথাইল অ্যালকোহল
৯৩। নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায়
ব্যাবহার হয়? ☞Rn
৯৪। পরাগরেনুর ইনটাইন স্তর বৃদ্ধি পেয়ে
কোন পথে নলাকারে বের হয়ে আসে? ☞জনন
রন্ধ
৯৫। গ্লুকোজে কার্বনের সংখ্যা কয়টি? ☞৬
৯৬। বাণিজ্যিক ভাবে উদ্ভিদ প্রজননের
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? ☞
কৃত্তিম প্রজনন
৯৭। ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ☞
1000মিউm-100cm
৯৮। টিকা তৈরি হয় কোন পদ্ধতিতে? ☞জৈব
প্রযুক্তি
৯৯। মানব দেহের রক্তে কোন বাফারটি PH
নিয়ন্ত্রন করে না? ☞অ্যাসিটেট বাফার
১০০। কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ?
☞সাভানো বায়োম

মেডিকেল ভর্তির পরীক্ষার জন্য ইশিখন.কম আয়োজন করেছে অসংখ্য মডেল টেস্ট, যেটি অনুশীলন করে নিজের যোগ্যতা যাচাই করে নিতে পারবেন, যতবার খুশি মডেল টেস্ট দিয়ে দুর্বলতাগুলো বের করে প্রস্তুতি সম্পন্ন কর মেডিকেল এর মডেল টেস্টগুলো ইশিখনের কুইজ পাতায় পাবেন।

কোন মেডিকেলে কতটি সিট, কৌঠা ভিত্তিক আবেদনের যোগ্যতা দেখে নিন এখান থেকে

মেডিকেলে ভর্তির সচরাচর করা প্রশ্নসমুহের উত্তর

২০১৪-১৫ সেশনে মেডিকেলে ভর্তি পরীক্ষার ১০০ টি প্রশ্ন ও উত্তর

২০১৬-২০১৭ মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বরে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও করণীয় দেখে নিন এখান থেকে

মেডিকেল ভর্তির আদ্যোপ্রান্ত দেখে নিন এখান থেকে

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline