হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 53
521. দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার ভিত্তিতে গড়ে ওঠা নিয়মকানুন যেটি হিসাববিজ্ঞানে অনুসরণ করা হয়, তাকে বলা হয় –
- হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্য
- হিসাববিজ্ঞানের নীতি
- হিসাববিজ্ঞানের প্রথা
- হিসাববিজ্ঞানের অনুমান
522. মিলকরণ নীতির ব্যতিক্রম হলো-
- সম্পদ বিক্রয়লব্ধ অর্থ আর্ন বিবরণীতে রাজস্ব আয়স্বরূপে আসে না
- সম্পদের বিক্রয়জনিত ক্ষতি আর্ন বিবরণীতে ডেবিট হয়
- প্রত্যক্ষ বা পরোক্ষ কোন আয়ের সাথেই এগুলোর সংযোগসূত্র নেই
A,B,C
523. 1nternat1onal Account1ng Standard Comm1ttee (1ASC) কোনটি প্রচলন করে?
- 1AS
- GAAP
- 1FA
- 1RS
524. পৃথক সত্তার ধারণার সৃষ্টি হয়েছে-
- হিসাব সমীকরণ
- A=L+OE
- দায়সমূহ+মালিকানাস্বত্ব=সম্পত্তিসমূহ
A,B,C
525. চলমান প্রতিষ্ঠান ধারনা অনুযায়ী-
- মনে করা হয় প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে বিলুপ্ত হবে না
- স্থায়ী সম্পত্তি বাজারমূল্যে লেখা হয় না
- সম্পদ ও দায়কে চলতি স্থায়ী এ দুই ভাগে ভাগ করা হয়
A,B,C
526. হিসাববিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য হচ্ছে –
- এর আন্তর্জাতিক স্বীকৃতি আছে
- পৃথিবীর সকল দেশেই ব্যবহৃত হয় বলে এর ব্যবহার বিস্তৃত
- এর ভিত্তিতে হিসাবসংক্রান্ত আইন প্রণয়ন করা হয়
A,B,C
527. ব্যবসায় প্রতিষ্ঠানকে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় কোন নীতির ভিত্তিতে?
- দ্বৈতসত্তার নীতি
- ব্যবসায়িক সত্তা নীতি
- চলমান প্রতিষ্ঠান নীতি
- রক্ষণশীলতার নীতি
528. ব্যবসায় ও মালিককে একই স্বত্বা হিসাবে গণ্য কোনটির সাথে অসামঞ্জস্য?
- আয় শনাক্তকরণ নীতি
- অর্থনৈতিক ধারণা
- সমন্বয় নীতি
- ব্যবসায়িক স্বত্বা ধারণা
529. GAAP – এর পূর্ণরূপ কী?
- General Account1ng Accepted Pr1nc1ples
- General Account1ng Account1ng Pr1nc1ples
- Generally Accepted Account1ng Pol1cy
- Generally Accepted Account1ng Pr1nc1pal
530. ১ তারিখের ঘটনাটি কোন ধরনের লেনদেন?
- মুনাফা জাতীয় প্রাপ্তি
- মুনাফা জাতীয় আয়
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মূলধন জাতীয় আয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "হিসাববিজ্ঞানের-নীতিমালা - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 53"