স্থির-তড়িৎ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1402
14011. প্রথিবীর বিভব শূন্য কারণ পৃথিবী-
- ঋণাত্মক আদানের বিশাল ভান্ডার
- ধনাত্মক আধানের বিশাল ভান্ডার
- আধান শূন্য
- ধনাত্মক ও ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার
14012. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নর উত্তর দাও: 6 cm ব্যাসার্ধের কোনো পরিবাহী গোলককে 3 তড়িৎ মাধ্যমাঙ্কের কোনো মাধ্যমে রাখা হলো। আদি অবস্থায় গোলকটির বিভবের মান ছিল 4 V। ঐ গোলকটির ধারকত্ব কত?
- 150 nF
- 200 nF
- 250 nF
- 300 nF
14013. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নর উত্তর দাও: 6 cm ব্যাসার্ধের কোনো পরিবাহী গোলককে 3 তড়িৎ মাধ্যমাঙ্কের কোনো মাধ্যমে রাখা হলো। আদি অবস্থায় গোলকটির বিভবের মান ছিল 4 V। গোলকটিতে 600 nC আধান প্রদান করা হলে এর বিভব কত হবে?
- 7 V
- 9 V
- 8 V
- 6 V
14014. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নর উত্তর দাও: 6 cm ব্যাসার্ধের কোনো পরিবাহী গোলককে 3 তড়িৎ মাধ্যমাঙ্কের কোনো মাধ্যমে রাখা হলো। আদি অবস্থায় গোলকটির বিভবের মান ছিল 4 V। গোলকটিকে 220 V বিভব উৎসের সাথে যুক্ত করলে এত সঞ্চিত শক্তি হবে-
- 2.84 x 10-3 J
- 3.84 x 10-3 J
- 4.84 x 10-3 J
- 5.84 x 10-3 J
14015. দুটি আধানের মধ্যকার বল সংক্রান্ত সূত্রটি কে প্রদান করেন?
- কুলম্ব
- ওহম
- জুল
- ফ্যারাডে
14016. কোনো পরিবাহীর বিভব এক ভোল্ট বৃদ্ধি করতে যদি এক কুরম্ব আধানের প্রয়োজন হয় তাকে কী বলে?
- এক কুলম্ব
- এক ক্যালরি
- এক ভোল্ট
- এক ফ্যারাডে
14017. ঘনকোণের একক কী?
- ডিগ্রি
- রেডিয়ান
- স্টেরেডিয়ান
- ডিগ্রি সেলসিয়াস
14018. তড়িৎ বিশ্লেষক ধারকে-
- ধারকত্বের মান অনেক বেশি
- অপরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায়
- পরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায় না
14019. ধারকের সমান্তরাল সমবায়ে-
- ধারকগুলোর বিভব পার্থক্য সমান থাকে
- আধানের পরিমাণ সমান থাকে
- তুল্য ধারকত্বের মান সংযোগের যেকোনো ধারকের ধারকত্বের চেয়ে বেশি
14020. গ্যালভানোমিটারকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য-
- দু’প্রান্তে উচ্চমানের ভোল্টেজ প্রয়োগ করতে হয়
- সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যুক্ত করতে হয়
- শান্ট ব্যবহার করতে হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "স্থির-তড়িৎ - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1402"