
সাধারণ জ্ঞানের কিছু সাধারণ বিষয়ঃ
সাধারণ জ্ঞান খুবই জরুরি একটা বিষয়। এটা এমনই এক সাধারণ জিনিস যেটি সব সময় মনে থাকলেও সময় মত ভুলেই যাই। এ থেকে বাঁচতে হলে সাধারণ জ্ঞান চর্চা করতে হবে অনেক বেশি পরিমাণে। আজকে আমরা আমাদের পৃথিবী সম্পর্কে কিছু বিষয় জানব।
সাধারণ জ্ঞানঃ পৃথিবী সম্পর্কিত খুঁটিনাটি জ্ঞানঃ
পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।
আয়তন : ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কি.মি।
স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গ কি.মি (মোট আয়তনের ২৯.১%)।
জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গ কি.মি. (মোট আয়তনের ৭০.৯%)।
সমূদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গ কি.মি।
উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গ কি.মি।
পরিধি :
নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কি.মি।
মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কি.মি।
ব্যাস :
নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কি.মি।
মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কি.মি।
ব্যাসার্ধ:
নিরক্ষরেখা থেকে ৬,৩৭৬ কি.মি।
মেরুরেখা থেকে ৬,৩৫৫ কি.মি।
সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।
সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যেটি সমূদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামূদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যেটি ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।
স্থলসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কি.মি।
সর্বাধিক সীমানাবেষ্টিত দেশ : দুটি; চীন ও রোথশয়ো (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান-বেষ্টিত)।
পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭%লবণাক্ত, ৩% সুপেয়।)
সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
আবর্তনের গতিবেগ : ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কি.মি/ঘন্টা।
সূর্য থেকে দূরত্ব : ১৪ কোটি ৯৫ লক্ষ কি.মি (প্রায়)।
একমাত্র উপগ্রহ : চাঁদ।
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর।
সর্বত্র দিনরাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
গঠন : লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ : রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গ কি.মি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গ মাইল।
বিশ্বের বর্তমান জনসংখ্যাঃ ৭.২ বিলিয়ন [২০১৪]
বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা : ৭০৫ কোটি ২১ লাখ [২০১২ বিশ্ব রিপোর্ট অনুযায়ী]
আজ এই পর্যন্তই। সামনে আরো সাধারণ জ্ঞানের বিষয় নিয়ে আসা হবে। ইশিখনের সাথেই থাকুন। ধন্যবাদ।