• প্রখ্যাত ‘তিন কন্যা’ছবিটি  একেঁছেন-কামরুল হাসান।
  • বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতজ্ঞ  ছিলেন-ওস্তাদ আয়াত আলী খান।
  • বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী  ছিলেন-বুলবুল চৌধুরী।
  • বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতি শিল্পী  ছিলেন- আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।
  • বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদুকর -জুয়েল আইচ।
  • বাংলাদেশের বিখ্যাত ভাস্কর – শামীম সিকদার।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী  -অলক রায়।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট  -রফিকুন্নবী (রনবী)।
  • বাংলাদেশের সুর সম্রাট কা বলে- ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
  • বাংলা একাডেমী  প্রতিষ্ঠিত হয়-০৩ ডিসেম্বর, ১৯৫৫।
  • পূর্বে বাংলা একাডেমীর নাম  ছিল-বর্ধমান হাউজ।
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমী  প্রতিষ্ঠিত হয়-১৯৭৪।
  • শিশু একাডেমী  প্রতিষ্ঠিত হয়- ১৯৭৭ সাল। বাংলাভাষার আদি নিদর্শন – চর্যাপদ।
  • বাংলাদেশের ‘বাউল সম্রাট বলা হয়-লালন ফর।
  • বাংলা মুদ্রাক্ষরের জনক –   চার্লস উইলনস্‌।
  • সর্বপ্রথম চলচ্চিত্র ,নির্মাণ করেন- লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সাল।
  • উপমহাদেশের চলচ্চিত্রের জনক -হীরালাল সেন।
  • বাংলাদেশের চলচ্চিত্রের জনক – আবদুল জব্বার খান।
  • হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি প্রথম  প্রদর্শিত হয়-৪ এপ্রিল, ১৮৯৮ সালে কলিকাতার ক্লাসিক থিয়েটারে।
  • উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র – জামাই ষষ্ঠী, ১৯৩১ সালে।
  • উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম -আলী বাবা ও চল্লিশ চোর।
  • বাংলাদেশের প্রথম চলচ্চিত্র -মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
  • মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক  ছিলেন-আবদুল জব্বার খান।
  • অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র -পথের পাঁচালী, ১৯৯১ সাল।
  • পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক  ছিলেন-সত্যজিৎ  রায়।
  • পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয়-১৯৫৫ সালে।

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

  • মন্তব্য করুন

    স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

    Click one of our representatives below

    Customer Support
    Customer Support

    Syeda Nusrat

    I am online

    I am offline

    Technical Support
    Technical Support

    Ariful Islam Aquib

    I am online

    I am offline