জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশঃ
- প্রথম জাতিসংঘ মিশনে কাজ করে- ১৯৮৮
- মোট কাজ করেছে- ৪৫টি মিশনে, ৩০টি দেশে
- সৈন্য প্রেরণে প্রথম (সবচেয়ে সৈন্য প্রেরণকারী দেশ)- বাংলাদেশ
- পুলিশ বাহিনী প্রেরণে শীর্ষে- বাংলাদেশ
- মিশনে মৃত বাংলাদেশি সৈন্যের সংখ্যা- ৯৮জন
- জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর শিরস্ত্রাণের রং- নীল
- জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর প্রতীক কোন রং- নীল
কূটনৈতিক মিশন/দূতাবাসঃ
- বিশ্বে বাংলাদেশের দূতাবাস আছে- ৪৭টি দেশে
- বাংলাদেশে সার্কভূক্ত যে দেশের দূতাবাস নেই- মালদ্বীপ
- কূটনৈতিক সম্পর্ক নেই- ইসরাইলের সঙ্গে
- টেলিযোগাযোগ নেই- ইসরায়েলের সঙ্গে
- কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আছে- তাইওয়ান
- দূতাবাস বন্ধ আছে- আফগানিস্তানে
- দক্ষিণ আমেরিকা মহাদেশের কোনো দেশেই বাংলাদেশের কোন দূতাবাস নেই
বিদেশে বাংলাদেশের নামে স্থানঃ
- লিটল বাংলাদেশ- লস অ্যাঞ্জেলস (মার্কিন যুক্তরাষ্ট্র)
- বাংলাদেশ স্কয়ার- লাইবেরিয়া
আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাঃ
– COMMONWEALTH প্রথম কোন আন্তঃ সংস্থার সদস্যপদ লাভ, পাকিস্তান বিরোধিতা করেছিলো, ৩২তম সদস্য
১৯৭২ (১৮ এপ্রিল)
– NAM (জোট নিরপেক্ষ আন্দোলন) ১৯৭২
– ILO (Int’l Labour Org.) ১৯৭২
– UNESCO (জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর) ১৯৭২
– WHO (World Health Org.) ১৯৭২ (১৭ মে)
– IBRD (World Bank) ১৯৭২ (১৭ আগস্ট)
– OIC (Org. of Islamic Countries) ১৯৭৪ (২৩ ফেব্রুয়ারি)
– UN (United Nation) ১৩৬তম সদস্য ১৯৭৪ (১৭ সেপ্টেম্বর)
– UN-এর নিরাপত্তা পরিষদের সদস্য (স্বস্তি পরিষদ) মোট ২ বার,২য় বার (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে. সভাপতিত্ব করেন আনোয়ারুল করিম চৌধুরী; ১ম বার : ১৯৭৮ (১০ নভেম্বর) ; ২য় বার : ১৯৯৯ (১৪ অক্টোবর)
– UN-এর সাধারণ পরিষদের সভাপতি; সভাপতিত্ব করেন হুমায়ুন রশীদ চৌধুরী, ১৯৮৬
– WTO (World Trade Org.) ১২৪তম সদস্য, ১৯৯৫ (১ জানুয়ারি)
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর
0 responses on "সরকারি চাকরি নিয়োগ - সাধারণ জ্ঞান - (বিশ্বসংস্থায় বাংলাদেশ)"