ব্যবসায়-পরিকল্পনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1350
13496. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে চাইলে আবেদন ফরমের সাথে আর কী জমা দিতে হয়?
- নির্দিষ্ট হারে নিবন্ধন ফি
- অংশীদারদের ঠিকান
- অংশীদারদের নামের ঠিকানা
- ব্যাংক হিসাব পরিচালনাকারীর নাম
13497. বিমাকারী প্রতিষ্ঠান কীসের বিনিময়ে ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিয়ে থাকে?
- প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে
- ঋণ গ্রহণের বিনিময়ে
- কমিশনের বিনিময়ে
- অগ্রিম গ্রহণের বিনিময়ে
13498. প্রকল্পের মোট ব্যয় নিরূপণ কীসের অন্তর্গত?
- পণ্যের বিভিন্ন তথ্যের
- বিপণন সম্পর্কিত নীতিমালা
- প্রচারণা
- আর্থিক বিবরণী
13499. মাইক্রোস্ক্রিনিংয়ের উপাদান কোনটি?
- জন সংখ্যা
- প্রাকৃতিক পরিবেশ
- শিল্প আইন
- আর্থিক দিক
13500. কোনটি পরিকল্পনার গুরুত্ব প্রকাশ করে?
- ব্যবসায় পরিচালনার দিকনির্দেশনা দান
- মূলধন সংগ্রহ ও বিনিয়োগে সহযোগিতা
- সিদ্ধান্ত গ্রহণে সহায়তা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায় পরিকল্পনা এসএসসি ব্যবসায় উদ্যোগ কুইজ মডেল টেস্ট অনুশীলন"