
বিসিএস+ব্যাংক সহ সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য
কাঙাল হরিণাথ….
* 1863 সালের এপ্রিল মাসে কুষ্টিয়ার কুমারখালী থেকে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ নামে একটি মাসিক পত্রিকা বের করতেন। কালক্রমে এটি পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয় । স্বর্ণকুমারী দেবীর (রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন) আর্থিক সহায়তায় পত্রিকাটি দীর্ঘ 18 বছর প্রকাশিত হওয়ার পর আর্থিক অনটন ও সরকারের মুদ্রণ শাসন ব্যবস্থার ফলে বন্ধ হয়ে যায়।
* তৎকালীন পাবনা জেলা ম্যাজিস্ট্রেট মি. থামফ্রে এক চিঠিতে কাঙাল হরিনাথকে লিখেছিলেন- ‘এডিটর তোমাকে ভয় করি না বটে কিন্তু তোমার লেখনীর জন্য অনেক কুকর্ম পরিত্যাগে বাধ্য হয়েছি।
* শেষ জীবনে সাংবাদিকতা ত্যাগ করে ধর্ম সাধনায় মনোনিবেশ করেন। ‘কাঙাল ফকির চাঁদের দল’ নামে একটি বাউল গানের দল গঠন করেন। তিনি লালনের গানের একান্ত অনুরাগী ছিলেন।
সূত্র : শীকর বাংলা সাহিত্য, পৃষ্ঠা-125
.
কবি শামসুর রাহমান…
* 1958 সালে স্বৈরশাসক আইয়ুব খানকে
বিদ্রুপ করে সমকাল পত্রিকায় লিখেন
‘হাতির শুড়’ নামক কবিতা।
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে
বন্দি হলে তাঁকে উদ্দেশ্য করে লিখেন
‘টেলেমেকাস’ (1966) নামে এক অসাধারণ
কবিতা।
* 1969 সালের 20 জানুয়ারি এক মিছিলে
আসাদের রক্তমাখা শার্ট দেখে লেখেন
বিখ্যাত কবিতা ‘আসাদের শার্ট’।
* মুক্তিযুদ্ধের সময় কলকাতার ‘দেশ’
পত্রিকায় “”মজলুম আদিব”” (বিপন্ন লেখক)
নামে কবিতা লিখতেন।
* মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে
যুদ্ধের ধ্বংসলীলা দেখে রচনা করেন
কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে
পাওয়ার জন্য স্বাধীনতা’।
আরো পড়ুন:
ট্রাফিক জ্যাম — বিশ্ব ও বাংলাদেশ।
প্রযুক্তিবিশ্বের দুনিয়া পাল্টে দেয়ার ৭ প্রযুক্তি
প্রথম আলো সম্পাদকীয় (৩১/০৩/২০১৬)