বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান

দিন ও রাত সর্বত্র সমান হয় – নিরক্ষরেখায় ।

বস্তুর ওজন বেশী – পৃথিবীর কেন্দ্রে ।

আকাশ নীল দেখায় – নীল আলোর বিক্ষেপণ বেশী বলে ।

পৃথিবীর নিকটতম গ্রহ – মঙ্গল ।

সূর্য্যের নিকটতম গ্রহ – বুধ ।

পৃথিবী একটি অভিগত গোলক এর পরিধি – ২৫০০০ মাইল ।

বায়ু মন্ডলে সর্বাধিক পাওয়া যায় – নাইট্রোজেন ।

বেতার তরঙ্গ প্রতিফলিত হয় – আয়নমন্ডলে ।

সূর্য্য গ্রহণে চন্দ্র থাকে – পৃথিবী ও সূর্য্যের মাঝখানে ।

চন্দ্র গ্রহণে পৃথিবী থাকে – সূর্য্য ও চন্দ্রের মাঝখানে ।

দ্রাঘিমার পার্থক্য ১০ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হয় – ৪ মিনিট ।

পৃথিবী গোলাকার এই ধারণা দেন – পিথাগোরাস ।

সমুদ্র স্রোতের কারণ – বায়ু প্রবাহ, উষ্ণতা, গভীরতা ও পৃথিবীর আয়তন ।

চন্দ্র, সূর্য্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলে – প্রবল জোয়ার হয় ।

সূর্য্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীব সময় লাগে – ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট ।

পৃথিবীর উষ্ণতম স্থান – আজিজিয়া (লিবিয়া) ।

পৃথিবীর শীতলতম স্থান – ভোস্টক (রাশিয়া) ।

সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয় করা হয় – ক্রোনোমিটারের সাহায্যে ।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline