বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান চিকিৎসা

মশা যেসব রোগ জীবাণু বহন করে সেগুলি হল :

[ক] অ্যানোফিলিস — ম্যালেরিয়া ।

[খ] কিউলেক্স — গোদ, এনকেফালাইটিস ।

[গ] এডিস — ডেঙ্গু, পীতজ্বর, জাপানি-বি-এনকেফালাইটিস ।

[2] মশা দমনের উপায়:-

[a] বাড়ির আশ-পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ।

[b] উপদ্রুত এলাকায় বিভিন্ন রকম কীটনাশক ওষুধ —বেগন, ফ্লিট, ইত্যাদি স্প্রে করে পূর্ণাঙ্গ মশা ধ্বংস করা ।

[c] ছোটোখাটো পুকুর, ডোবা প্রভৃতির গর্ত বুজিয়ে ফেলা এবং নর্দমা পরিষ্কার রাখা ।

মশার প্রজনন স্থানে তেল ঢেলে বা কীটনাশক ওষুধ ছিটিয়ে মশার ডিম, লার্ভা, পিউপা ইত্যাদি ধ্বংস করা ।

[e] পুকুরে মশার লার্ভা ভক্ষণকারী মাছ, যেমন —তেচোখা, খলসে, তেলাপিয়া, গাপ্পি প্রভৃতি মাছ পোষা উচিত । এছাড়া

[f] রাত্রে মশারি খাটিয়ে শোয়া দরকার । মশা তাড়ানোর জন্য ধূপ-ধূনো এবং ওডোমস, ম্যাট ও রিপ্লেক্স জাতীয় ঔষধ ব্যবহার করা উচিত ।

[B] রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত রোগ সমূহ :- কোনো রোগের কারণে অথবা ক্ষতের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত রক্ত নির্গত হয়ে গেলে, রক্ত সঞ্চালনের [blood transfusion] মাধ্যমে তা প্রতিস্থাপিত করা যেতে পারে । বর্তমানে বিভিন্ন বড় বড় হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, নার্সিং হোম অথবা বেসরকারি সংস্থার মাধ্যমে রক্ত সঞ্চালনের জন্য রক্ত পাওয়া যায় । সব মানুষের রক্ত এক ধরনের নয়, অর্থাৎ রক্ত বিভিন্ন গ্রুপের হতে পারে । রোগীকে রক্ত দেওয়ার আগে সতর্কতার সাথে রক্তের গ্রুপ মিলিয়ে তাহলেই রোগীকে রক্ত প্রদান করা উচিত ।

রক্ত সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন রোগেরও সঞ্চালন ঘটতে পারে, যথা : AIDS, হেপাটাইটিস এবং ম্যালেরিয়া ।

♦ অর্জিত অনাক্রম্যতা ঘাটতি রোগ লক্ষণ সমূহ [ Acquired Immune Deficiency Syndrome = AIDS]:- আমাদের দেহে রোগ সংক্রমণ প্রতিহত করার জন্য এক বিশেষ ক্ষমতা থাকে, যাকে অনাক্রম্যতা [immunity] বলা হয় । দেহের অনাক্রম্যতা ধর্মের ব্যবহার করে সর্বপ্রথম বসন্ত রোগের

টীকা তৈরি করেন এডওয়ার্ড জেনার [Edward Jenner] । কিছু কিছু রোগের সাপেক্ষে আমরা জন্ম থেকেই অনাক্রম্যতা বিশিষ্ট হই এবং কিছু কিছু রোগের দ্বারা আক্রান্ত হয়ে অথবা রোগের জীবাণুর অক্ষতিকর অবস্থার

টীকা গ্রহণের মাধ্যমে আমরা অনাক্রম্যতা লাভ করি ।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline