বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিকঃ লায়লা সামাদ
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিঃ শাহ মুহম্মদ সগীর
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবিঃ মাহমুদা খাতুন সিদ্দিকা
ছাপার অক্ষরে প্রথম বাংলা বইঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ, রচয়িতাঃ ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও
বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থঃ কথোপকথন, রচয়িতাঃউইলিয়াম কেরীপ্রকাশকালঃ ১৮০১ সাল।
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসঃ আলালের ঘরের দুলা্ রচয়িতাঃ প্যারীচাঁদ মিত্র, প্রকাশকালঃ ১৮৫৭ সাল।
বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যানঃ ইউসুফ জোলেখা, রচয়িতাঃ শাহ মুহম্মদ সগীর প্রকাশকালঃ ১৪-১৫ শতকের মধ্যে।
বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাসঃ কপালকুন্ডলা, রচয়িতাঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রকাশকালঃ ১৮৬৬ সাল।
বাংলা ভাষায় প্রথম ব্যকরণঃ পর্তুগীজ বাংলা ব্যকরণ, রচয়িতাঃ ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও, প্রকাশকালঃ১৭৩৪ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থঃ বেদান্ত, রচয়িতাঃ রাজা রামমোহন রায়, প্রকাশকালঃ ১৮১৫ সাল।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস - প্রিলিমিনারি - বাংলা ভাষা ও সাহিত্য - প্রথম"