বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি অন্যান্য

ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য:

  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় => ১৯২১ সালের ১ জুলাই
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
  • জন্য গঠিত কমিশনের নাম => নাথান কমিশন
  • নাথান কমিশন গঠিত হয় => ১৯১২ সালে
  • নাথান কমিশনের সদস্য ছিল=> ১৪ জন
  •  ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জমির উপর প্রতিষ্ঠিত=> ৬০০ একর (প্রতিষ্ঠাকালীন )
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন=> নবাব সলিমুল্লাহ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে কতটি বিভাগ ছিল=> ১২টি (সংস্কৃতি ও বাংলা,ইংরেজী, শিক্ষা, ইতিহাস, আরবি ওইসলাম স্ট্যাডিজ, ফার্সি ও উর্দু,দর্শন, অর্থনীতিও রাজনীতি,পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতএবং আইন)
  • প্রতিষ্ঠাকালীনঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ছিল?=> ৩টি (কলা, বিজ্ঞান ও আইন)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়েরপ্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী ওশিক্ষক ছিল=> শিক্ষার্থী ৮৭৭ জন, শিক্ষক ৬০ জন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমমহিলা শিক্ষক  ছিলেন?=> করুণাকণা গুপ্তা (ইতিহাসবিভাগ)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমছাত্রী  ছিলেন?=> লীলা নাগ
  • বাংলাদেশের স্বাধীনতারস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ছাত্র ছিলেন=> আইন বিভাগের
  •  বাংলাদেশের সাবেকপ্রেসিডেন্ট জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ছাত্র ছিলেন=> ইতিহাস বিভাগের
  • বাংলাদেশের বর্তমানপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন>=> বাংলা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি.  ছিলেন=> পি. জে. হার্টস
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমও উপমহাদেশের প্রথম ভি.সি. ছিলেন=> স্যার, এ. এফ. রহমান (প্রথম বাঙালি ভি.সি.)
  • বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট আয়তন কত=> ২৫৮ একর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিভাগের সংখ্যা => ৬৭টি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে  অনুষদ রয়েছে? => ১৩টি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইনস্টিটিউট রয়েছে=> ৯টি
  • বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার -চিএশিল্পী কামরুল হাসান।
  • জাতীয় পতাকার নকশা প্রথম  তৈরি করেন-শিব নারায়ণ দাস এবং ইউসুফ সালাউদ্দিকে নিয়ে সানাউল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলাহলের ৪০১ নং রুমে।
  • বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় – ২ মার্চ, ১৯৭১সালে।
  •  বাংলাদেশে জাতীয়  পতাকা দিবস  পালিত হয়- ২ রা মার্চ।
  •  বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম  উত্তোলন করা হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাএ সভায়।
  •  প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন- ডাকসু ভি পি আ স ম আবদুল রব।
  •  শেখ মুজিবুর রহমান  প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন- ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১।
  • বাংলাদেশের বাইরে  সর্ব প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়- কলকাতা’ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে।
  •  কলকাতা হাইকমিশনে  বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন-১৯৭১ সালের ১৮ই এপ্রিল কলকাতা পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রধান জনাব এম, হোসেন আলী।
  • বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কি- গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত।
  • প্রথম দিকে বাংলাদেশের পতাকার লাল বৃত্তের মধ্যে কিসের প্রতীক-রসানালী রঙের বাংলাদেশের মানচিএ।
  •  জাতীয় পতাকার রং এবং বৃত্তের তাৎপর্য – লাল রঙের ভরাট বৃত্তটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক । উজ্জল ঘন সবুজ তারুণ্যের উদ্দীপনা ও বিস্তৃত গ্রাম বাংলার প্রতীক।
  •  বাংলাদেশের পতাকার সাথে  পতাকার মিল রয়েছে – জাপন ও পালাউ।
  • আমার সোনার বাংলা প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা  উত্তোলন করা হয়-৩রা, মার্চ ১৯৭১ , পল্টন ৯ঢাকা)।
  • মানচিএ খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার  ছিলেন-শিব নারায়ণ দাস।
  •  বাংলাদেশের মানচিএ প্রথম আঁকেন-মেজর জেমস রেনেল।
  •  জাতীয় পতাকা সর্ব প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হ- ২৩শে মার্চ ১৯৭১।
  •  জাতীয় পতাকা উত্তোলন করা হয়- স্বাধীনতা ও জাতীয় দিবস , বিজয় দিবস, বিপ্লব ও সংহিত দিবস, গণপ্রজাতন্তী বাংলাদেশে সরকার কর্তৃকঘোষিত অন্য যে কোন দিবসে।
  •  বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ ও প্রস্তের অনুপাত- ১০: ৬।
  •  বাস ভবন ,নৌযান, গাড়ি ও বিমানে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন- রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী।
  •  বাংলাদেশের  মর্যাদাসমপন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়-১৫টি।
  •  সমপন্ন পদে অধিষ্ঠিত ব্যাক্তিদের বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়- রাষ্ট্রপ্রতি, প্রধান মন্তী ,স্পিকার, প্রধান বিচারপ্রতি, মন্তী চিপহুইপ, ডেপটি স্পিকার, বিরোধী দলের নেতা, মন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, প্রতিমন্তী, প্রতিমন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, উপমন্তী, উপমন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, বিদেশে বাংলাদেশের কুটনীতিক এবং তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ।
  •  বাংলাদেশে  ১০টি মর্যাদা সমপন্ন পদে অধিষ্ঠিত ব্যাক্তি গাড়ি ও জলযানে জাতীয় পতাকা ব্যবহার করতে পারে।
  • রাষ্ট্রপ্রতি, প্রধানমন্তী , স্পিকার, প্রধান বিচারপ্রতি, মন্তী, বিরোধী দলীয় নেতা, চীপহুইপ, ডেপুটি স্পিকার, মন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, বিদেশে নিযুক্ত বাংলাদেশের কুটনীতিকগন গাড়ি বা জলযানে পতাকা ব্যবহার করতে পারে

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline