বাংলাদেশ বিষয়াবলি অন্যান্য : বিসিএস প্রিলিমিনারি
- বাংলাদেশে জাতীয় প্রতীক কি –
- উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাটগাছের পরপর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা । বাংলাদেশে জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান ।
- বাংলাদেশে জাতীয় পাখি দোয়েল পাখি ।
- বাংলাদেশে জাতীয় ফুল শাপলা ।
- বাংলাদেশে জাতীয় ফল কাঠাল ।
- বাংলাদেশে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার ।
- বাংলাদেশে জাতীয় মাছ ইলিশ ।
- বাংলাদেশে জাতীয় জাতীয় বন সুন্দরবন ।
- বাংলাদেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ ।
- বাংলাদেশে জাতীয় গ্রন্থগার – জাতীয় গ্রন্থগার,গুলিস্তান,ঢাকা ।
- বাংলাদেশে জাতীয় যাদুঘরের নাম ঢাকা জাতীয় যাদুঘর (শাহবাগ) ।
- বাংলাদেশে জাতীয় উদ্যানের নাম সোহরাওয়ার্দী উদ্যান ।
- বাংলাদেশে জাতীয় বিমানবন্দরের নাম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ।
- বাংলাদেশে জাতীয় খেলার নাম কাবাডি ।
- বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে দেশে নিয়ে আসা হয় ১৯৭৪ সালে ।
- বাংলাদেশে জাতীয় শিশুপার্ক – ঢাকা শিশু পার্ক (শাহবাগ ) ।
- বাংলাদেশে জাতীয় উৎসব বাংলা নববর্ষ বরণ উৎসব ।
- বাংলাদেশে জাতীয় দিবস ২৬ মার্চ ।
- ২৬ মার্চ কে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষনা করা হয় ১৯৮০ সালে ।
- বায়তুল মোকাররমকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষনা করা হয় ১৯৮২ সালে ।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম -লালবৃত্তের মধ্যে হলুদ মানচিত্র এবং উপরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে সরকার ও উভয় পাশে ২টি করে মোট ৪টি তারা রয়েছে ।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ,এন,এ সাহা ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।