বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য শব্দের উৎপত্তি
(বাংলা ব্যাকরণ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে ।)
উৎপত্তিগত দিক থেকে শব্দের উদাহরণসহ শ্রেনীবিন্যাস আলোচনা:
হাজার বছরের ভাষা বাংলা। বিবর্তনের নানা পর্যায় অতিক্রম করে এ ভাষা আজকের রূপে বিকাশলাভ করেছে। এ ভাষা বিকাশ ও বিবর্তনের ধারায় এসে মিশেছে বিভিন্ন ভাষায় শব্দাবলি। কালের বিবর্তনে সে সব শব্দ আজ বাংলা ভাষার নিজের হয়ে গেছে। তবে ব্যূৎপত্তি বিশ্লেষণে সে সব শব্দকে তার মূল পরিচয়েই চিহ্নিত করা হয়ে থাকে। সে বিবেচনায় উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার শব্দ সমূহকে ৫ (পাঁচ) শ্রেণীতে ভাগ করা হয়। যথা:
১. তৎসম শব্দ
২. অর্ধতৎসম শব্দ
৩. তদ্ভব শব্দ
৪. দেশি শব্দ
৫. বিদেশি শব্দ
- তৎসম শব্দ : ‘তৎ’ অর্থ তার এবং ‘সম’ অর্থ মত অর্থাৎ তার মত। তবে তৎসম শব্দটি ‘সংস্কৃত ভাষার শব্দের মত’ অর্থে ব্যবহৃত। সুতরাং, সংস্কৃত ভাষার যে সব শব্দ বাংলা ভাষায় অবিকলভাবে ব্যবহৃত হয়, সে সব শব্দই তৎসম শব্দ। যেমন: গৃহ, সূর্য, বৃক্ষ, হস্ত, মহোৎসব, চন্দ্র, রাত্রি, নিমন্ত্রণ প্রভৃতি।
- অর্ধতৎসম শব্দ : সংস্কৃত ভাষার যে সব শব্দ প্রধানত উচ্চারণ বিকৃতির কারণে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রচলিত, সে সব শব্দকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন: মোচ্ছব, গেহ, সুরুজ, পরান, পেন্নাম, নেমন্তন্ন, জোছনা, পুব প্রভৃতি।
এখানে ‘মোচ্ছব’ শব্দটি ‘মহোৎসব’, ‘গেহ’ ‘গৃহ’, ‘সুরুজ’ শব্দটি ‘সূর্য’, ‘পরান’ শব্দটি ‘প্রাণ’, ‘পেন্নাম’ শব্দটি ‘প্রনাম’, ‘নেমন্তন্ন’ শব্দটি ‘নিমন্ত্রণ’, ‘জোছনা’ শব্দটি ‘জ্যোৎস্না’ এবং ‘পুর্ব’ শব্দটি ‘পূর্ব’ সংস্কৃত শব্দ থেকে উচ্চারণ বিকৃত হয়ে বাংলায় প্রচলিত।
3. তদ্ভব শব্দ : সংস্কৃত ভাষার যে সব শব্দ প্রাকৃত পর্যায়ের মধ্যে দিয়ে প্রধানত উচ্চারণ বিকৃত হয়ে বাংলায় এসেছে, সে গুলোকে তদ্ভব শব্দ বলা হয়। যেমন:
(তৎসম=>প্রাকৃত=>তদ্ভব)
হস্ত=>হত্থ=>হাত;
কার্য্য=>কজ্জ=>কাজ;
বধূ=>বহু=>বউ;
পাদ=>পাঅ=>পা
- তদ্ভব শব্দ প্রাচীন ভারতীয় আর্যভাষার আদি স্তর বৈদিক ও সংস্কৃত ভাষার বিবর্তিত রূপ। এ সব শব্দই বাংলা ভাষা উত্তরাধিকারসূত্রে লাভ করেছে এবং এ সব শব্দই বাংলা ভাষার মূল বা নিজ শব্দ হিসেবে বিবেচিত। বাংলা তদ্ভব শব্দের ব্যবহারও সবচেয়ে বেশি। ড. এনামুল হক মনে করেন যে, বাংলা ভাষায় ব্যবহৃত শতকরা ৬০ ভাগ শব্দ তদ্ভব শব্দ যেটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত।
- কিছু তদ্ভব শব্দের তালিকা নিচে দেওয়া হল:
চোখ, কান, মা, বাপ, ভাই, বোন, মামা, জেঠা, গরু, গোয়ালা, ঘোড়া, উট, কামার, কুমার, হাতি, গাধা, সাপ, আম, ছাতা, সোনা, রূপা, তামা, ছাতা, বাতি, লাঠি, এক, দুই, তিন, পোয়া, সাড়ে, দেগ, আধ, পাঁচই, কাল, আজ, মৌ, হালকা, পাতলা, তুমি, তিনি, নাচ, ভাল ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।