🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

বিসিএস -> প্রিলিমিনারি -> নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন -> নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

সুশাসন কাজ করে : সামাজিক মমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অধিকার রক্ষায়।
সুশাসন উপকার করে : নিঃস্ব-জনগোষ্ঠী, সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও এলিট জনগোষ্ঠীর।
পরিবর্তন প্রতিরোধের মানসিকতা দেখা যায় : আমলাদের মধ্যে।
ই-গভর্নেন্স নিশ্চিত করে স্বচ্ছতা ও অংশগ্রহণ।
সুশাসন সহজ হবে : নৈতিক শিক্ষা নিশ্চিত করা গেলে।
কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত : সুশাসন প্রতিষ্ঠা।
নিয়মিত কর প্রদান ও রাজনীতিতে অংশগ্রহণ করা হয় : নাগরিকদের কর্তব্য।
সুশাসন প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত হবে : স্থিতিশীল ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ।
অর্থিনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্য হল : দুর্নীতিরোধ, দারিদ্র্যে বিমোচন ও ভোক্তা অধিকার সংরক্ষণ।
নাগরিকের সাধারণ ইচ্ছার প্রতিফল ঘটে : গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়।
কৌটিল্যের মতে সুশাসন : আইনের শাসন।
সুশাসন সহজ হবে : নৈতিক শিক্ষা নিশ্চিত করা গেলে।
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধকতা : দুর্নীতি।
সুশাসন কার্যকর রয়েছে : আফ্রিকার উগান্ডায়।
কোন প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে : ফলপ্রসূ শাসনকার্যের উপর।
প্রশাসনের দক্ষতা নির্ভর করে আমলার দক্ষতার উপর।
বর্তমান সময়ের গণতন্ত্র : প্রতিনিধিত্বমূলক।
দারিদ্রের ক্ষেত্রে সম্মুখীন হতে হয় যে সমস্যার : দুর্ভিক্ষ অনাহার ও পুষ্টি।
ন্যায়পাল পদ্ধতি, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সুশাসন প্রতিষ্ঠায়।
দুর্নীতির অন্তর্ভুক্ত হচ্ছে : কারো সম্পত্তি দখল ও জন-অধিকার ভোগে বিঘ্ন সৃষ্টি।
নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত ও আচরণগত উৎকর্ষতা : শুদ্ধাচার।
শুদ্ধাচার অর্থ : চরিত্রনিষ্ঠা।
কৌটিল্যের মতে সুশাসনের উপাদান : ৪টি।
বিশ্ব ব্যাংক চিহ্নিত সুশাসনের সূচক : ৬টি।
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ মানে : জনগণের হিসাব নিকাশ বুঝিয়ে দেয়া।
গণতন্ত্রের মূল লক্ষ্য হল : জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখা।
গণতন্ত্র অধিক কার্যকর হয় : গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করলে।
জবাবদিহিতা গ্রহণযোগ্যতা বাড়ায় : ব্যক্তি ও প্রতিষ্ঠানে।
স্বচ্ছ শব্দের আভিধানিক অর্থ : নির্ভুলতা।
স্বচ্ছতা থাকা আবশ্যক : ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যায়ে।
আইনের শাসনের অর্থ আইনের দৃষ্টিতে সকলেই সমান।
তথ্য পাওয়ার অধিকার : মৌলিক অধিকার।
বিরোধী দল ও ক্ষমতাসীনদের সুসম্পর্কের ফলে বিকশিত হয় : গণতান্ত্রিক ধারা।
রাষ্ট্রের সম্পদ সচেতন জনগণ।
জবাবদিহিমূলক জন প্রশাসন জনগণের জন্য : পক্ষস্বরূপ।
গণতন্ত্রের প্রাণ : নির্বাচন।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস -> প্রিলিমিনারি -> নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন -> নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved