একজন দোকানদার প্রতিহালি ডিম ২৫ টাকাদরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত লাভ হবে?
সমাধানঃ
১হালি ডিমের ক্রয় মূল্য = ২৫ টাকা
∴ ২ হালি ডিমের ক্রয় মূল্য = ২৫ × ২ টাকা বা ৫০ টাকা।
যেহেতু
ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি , সুতরাং লাভ হবে।
লাভ=(৫৬−৫০) টাকা বা ৬ টাকা।
৫০ টাকায় লাভ ৬ টাকা
∴ ১ ” ” ৬/৫০ টাকা
∴১০০ ” ” = ৬×১০০/৫০ টাকা।
=১২ টাকা
∴ লাভ ১২%
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।