বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়াবলি রাজনীতি

  • স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া উপনিবেশ ছিল নেদারল্যান্ড
  • স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর অধীন ছিল ইন্দোনেশিয়া
  • ১৯৭৪ সালের আগে পূর্ব তিমুর উপনিবেশ ছিল পর্তুগাল
  • মালয়েশিয়া  উপনিবেশ ছিল যুক্তরাজ্যর
  • ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া স্বাধীনাত লাভ করে ১৯৫৭ সালে
  • দক্ষিণ এশিয়ার এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল ফিলিপাইন
  •  সিঙ্গাপুর উপনিবেশ ছিল UK
  • লেবানন  স্বাধীনতা লাভ করে ফ্রান্স
  • স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অধীন ছিল ফ্রান্স এর
  • স্বাধীনতার সময় এ্যাঙ্গোলা উপনিবেশ ছিল পর্তুগাল
  • অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে ১৯৭৫ সালে
  • জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীনতা লাভ করে
  • ১৯৬২ সালে স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া উপনিবেশ ছিল ফ্রান্স এে
  • চন্দনগর (পশ্চিমবঙ্গ) একসময়-ইংল্যান্ড এর উপনিবেশ ছিল
  • মিশর যে দেশের উপনিবেশ ছিল-ব্রিটেন
  • ইরিত্রিয়া অংশ ছিল ইথিওপিয়ার
  • বসনিয়া-হারজেগোভিনা স্বাধীনতা ঘোষনা করে-১৯৯১ সালে
  • স্বাধীনতার পূর্বে ব্রাজিল এর পর্তুগাল উপনিবেশ ছিল
  • সেনাগাল উপনিবেশ ছিল-ফ্রান্স এর
  • Persona-non-grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-কূটনীতিবিদ
  • জর্জ কেনান মার্কিন কুটনীতির ক্ষেত্রে প্রসিদ্ধ Containment Doctrine’-এর প্রবক্তা
  • Ping Pong Diplomacy-র সাথে  সংশ্লিষ্ট চীন
  • জাতিসংঘভূক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-অ্যাম্বাসেডর
  • পমালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ  ক্ষমতায় ছিলেন ২২ বছর
  • মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা ২০১৫ সালে
  • ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনষ্ঠানিক অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানগণ মিলিত হন কায়রোতে
  • রাষ্ট্রপ্রধান না হয়েও রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন ইয়াসির আরাফাত
  • আফগানিস্তানের তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করে মাজার-ই-শরীফ এ
  • ‘তালেবান’ নামক রাজনৈতিক দলের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল আফগানিস্তান
  • রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণের পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-Budennovsk
  • গিরিজা প্রাসাদ কৈরালা  নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ১০ জুলাই, ১৯৯৪
  • পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গাজা ভূখণ্ডে আসেন ১ জুলাই, ১৯৯৪
  • ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে  সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  • গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে  ক্ষমতা দখল করে ২২ জুলাই, ১৯৯৪
  • নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষনা করেন ৭ জুন, ১৯৯৪
  • রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ -এ ১৭৯ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন
  • মিয়ানমারের ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি এনএলডি
  • ১৯৯০ সালের  পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে ৩ অক্টোবর (মাঝরাতে)
  • আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক
  • নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান
  • নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট ছিল তার নাম কন্ট্রা

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline