বিসিএস আদ্যোপান্ত!!!
বিসিএস বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি সেক্টর। অনেকের মনে এই সেক্টর নিয়ে নানা প্রশ্ন আছে।এই বিসিএস জিনিসটা কি? কি করতে হবে? কি কি সাবজেক্ট এর উপর পরীক্ষা হবে? আসুন বিসিএস নিয়ে কিছু বলা যাক।
প্রথমে ৩৮ তম বিসিএস এর নাম্বার বণ্টন দেওয়া হল।
প্রিলিমিনারি পরীক্ষার সাবজেক্ট ও নাম্বার বণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫
ইংরেজী ভাষা ও সাহিত্য – ৩৫
বাংলাদেশ বিষয়াবলী ৩০
আন্তর্জাতিক বিষয়াবলী ২০
ভূগোল ( বাংলাদেশ ও বিশ্ব),পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা ১০
সাধারণ বিজ্ঞান ১৫
কম্পিউটারতথ্য প্রযুক্তি ১৫
গাণিতিক যুক্তি ১৫
মানসিক দক্ষতা ১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০
লিখিত ও ভাইভা
সাধারণ ক্যাডার
বাংলা ২০০
ইংরেজী ২০০
বাংলাদেশ বিষয়াবলী ২০০
আন্তর্জাতিক বিষয়াবলী ১০০
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ ( MCQ)
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
মৌখিক ২০০
প্রফেশনাল / টেকনিক্যাল ক্যাডারের জন্য
বাংলা ২০০
ইংরেজী ২০০
বাংলাদেশ বিষয়াবলী ২০০
আন্তর্জাতিক বিষয়াবলী ১০০
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ ( MCQ)
সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় ২০০
মৌখিক ২০০
যারা সাধারণ এবং প্রফেশনাল/ টেকনিকাল উভয়ের জন্যই আগ্রহী তাদের সাধারনের ৯০০ নাম্বারের পরীক্ষার সাথে সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় এর একক ২০০ নাম্বারের পরীক্ষা দিতে হবে।
প্রশাসন, তথ্য,পুলিশ ইত্যাদি হল সাধারণ আর ডাক্তার, ভেটেনারি সার্জন ইত্যাদি প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডার। সরকারি কলেজের স্যারের জন্য বিসিএস ( সাধারণ শিক্ষা)
বুকলিস্ট
ক) বাংলা
১) সৌমিত্র শেখরের বাংলা বিষয়ক বই
২) হূমায়ুন আজাদের লাল নীল দীপাবলি
৩) মাধ্যমিক বাংলা গদ্য,পদ্য
৪) মাধ্যমিক বাংলা ব্যাকরন
৫) বাংলা কোষ( জুয়েল কিবিরিয়া)
খ) ইংরেজী
১)Competitive exam
২) প্রফেসরস/ ওরাকল ইংরেজী বিসিএস
৩) Common Mistake
৪) Saifur’s Vocabulary
৫) Saifur’s Analogy
৬) Synonym Antonym এর যেকোন বই
৭) টোফেল
গ) গনিত,মানসিক দক্ষতা বিষয়ক বই
১) প্রফেসর’স গণিত স্পেশাল
২)মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ক বই
৩) মাধ্যমিক বীজগাণিত
৪) মাধ্যমিক জ্যামিতি
৫) নিম্ন মাধ্যমিক গনিত
ঘ) বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
১) মাধ্যমিক ইতিহাস
২) মাধ্যমিক ভূগোল
৩) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান
৪) আব্দুল হাই এর বাংলাদেশ বিষয়াবলী
৫) সাধারণ জ্ঞানের বই( MP3/ ওরাকল)
৬) বাংলাদেশ ও পৃথিবীর মানচিত্র বিষয়ক বই
ঙ) বিজ্ঞান
১) MP3 সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র
২) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান
৩) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান
৪) মাধ্যমিক পদার্থ বিজ্ঞান
৫) মাধ্যমিক রসায়ন
৬) মাধ্যমিক জীববিজ্ঞান
চ) অন্যান্য বই
১) বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন
২) বিসিএস ডাইজেস্ট
৩) কারেন্ট এফায়ার্স
৪) বাংলাদেশের সংবিধান
৫) বিসিএস লিখিত প্রশ্ন সংকলন
৬) বিসিএস ম্যাপ।
ভাইয়া/ আপু তোমাদের অনেকের তো আবার সমস্যা আছে।অনেকেই বলবে “ভাইয়া আপনি কয়বার বিসিএস এর পরীক্ষা দিয়েছেন যে বুকলিস্ট দিয়েছেন,পরামর্শ দিচ্ছেন।”খুব ভাল প্রশ্ন। তাদের জন্য বলছি।
আমি একবার ও দিই নাই।আমিও তোমাদের মতই শিক্ষার্থী এখনো।তাই উপরের লেখাটা লেখার জন্য ৩-৪ দিন সময় নিয়েছি। বিসিএস সার্কুলার দেখছি,কয়েকজন বিসিএস ক্যাডারের সাজেস্ট করা বুকলিস্ট নিয়ে সমন্বিত করে এই লিস্টটা বানিয়েছি।
কিভাবে শুরু করবা? প্রতিটা ভাগ( ক থেকে চ পর্যন্ত) থেকে ১-২ টা বই কিনবা।সাথে অবশ্যই প্রশ্ন ব্যাংক কিনবা।তাহলে ধারনা পাবা।সব বই একসাথে কিনার দরকার নাই।
ভাইয়া,কোন কোচিং এ ভর্তি হবো নাকি নিজে নিজে পড়ব?
আমি বলব শুরুটা নিজে নিজেই করো।কোচিং এ এই বইগুলো ফ্রিতে পাবা।আর কিছুই না।কিন্তু ভর্তি ফি অনেক টাকা দিতে হবে।কি দরকার। তুমি পরীক্ষা দিবা আরো ৪-৫ বছর পর।এত তাড়াতাড়ি ভর্তি হওয়ার দরকার আছে বলে আমি মনে করি না।৪-৫ মাস কোচিং করে চান্স পাওয়া সংখ্যা হাতে গুনা।শুরুটা নিজে করতে পারলে ভাল।
ভাইয়া কখন থেকে শুরু করব?
তোমার ইচ্ছা। তবে এটুকু বলতে পারি একেবারে শূন্য থেকে শুরু করে ৪-৫ মাস কোচিং দিয়ে চান্স পাওয়া কঠিন।তোমাকে অর্ধেক প্রস্তুত হয়ে তাহলেই কোচিং এ যেতে হবে বলে আমি মনে করি

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline