বিপণন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1381
13801. বিপণনের অন্যতম কাজ কী?
- ক্রয়
- বিক্রয়
- প্রমিতকরণ
- পর্যায়িতকরণ
13802. বিপণনের মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি হয়-
- মালিকানাগত
- স্থানগত
- সময়গত
A,B,C
13803. উত্তম বিক্রয়কর্মীর গুণাবলী হলো-
- সুদর্শন চেহারা
- মার্জিত রুচি ও ব্যবহার এবং সুঅভ্যাস
- ভাষা ও বাজারজাতকরণ জ্ঞান
A,B,C
13804. যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে ভোক্তার হাতে পৌছে তাকে কী বলে?
- ক্রয়
- বিক্রয়
- বন্টনপ্রনালী
- অর্থায়ন
13805. যিনি চূড়ান্ত ভোগের মাধ্যমে চাহিদা পূরণের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করেন তাকে কী বলে?
- ক্রেতা
- ভোক্তা
- বিক্রেতা
- দেনাদার
13806. বিজ্ঞাপনের ফলে-
- পণ্যের চাহিদা বৃদ্ধি পায়
- বিক্রয় ও মোট উৎপাদন বৃদ্ধি পায়
- দেশের জাতীয় আর্ন বৃদ্ধি পায়
A,B,C
13807. কোন ধরনের মধ্যস্থব্যবসায়ীদের বড় গুদাম থাকতে হয়?
- পাইকার
- খুচরা ব্যবসায়ী
- ফরমায়েশি পণ্য বিক্রেতা
- দালাল
13808. নতুন নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানাতে কার অবদান বেশি?
- পাইকার
- বিজ্ঞাপন
- খুচরা ব্যবসায়ী
- প্রচার
13809. বিপণনের অন্যতম কাজ কি?
- ক্রয়
- বিক্রয়
- পরিবহণ
- গুদামজাতকরণ
13810. পণ্যের বাজার সম্প্রসারণ নির্ভর করে-
- পণ্যের গুণের ওপর
- পণ্যের মানের ওপর
- পণ্যের প্রচারের ওপর
- মালিকের ইচ্ছার ওপর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বিপণন - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1381"