বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1659
16581. বাণিজ্যিক ব্যাংকের সকল প্রকার কাজ কোন উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হয়?
- সঞ্চয় সংগ্রহ
- মুনাফা অর্জন
- মূলধন গঠন
- অর্থের নিরাপত্তা বিধান
16582. ব্যাংক বলতে সাধারণত আমরা কোন ব্যাংককে বুঝি?
- রাষ্ট্রায়ত্ব ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- বিশেষায়িত ব্যাংক
- সমবায় ব্যাংক
16583. বাণিজ্যিক ব্যাংক কোন খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে?
- শেয়ার
- ঋণপত্র
- শেয়ার ক্রয়
A,B,C
16584. আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্য হলো-
- ব্যবসায়িক কার্যসম্পাদন
- ব্যবসায়িক নীতিমালা প্রণয়ন
- ব্যবসায়িক উপদেশ প্রদান
A,C
16585. বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মূল বৈসাদৃশ্য কোথায়?
- গঠন
- মালিকান
- উদ্দেশ্য
- শাখা
16586. ব্যাংক জনগণের নিকট হতে আমানত হিসোব গ্রহণ করে কোনটি?
- চেক
- বিনিময় বিল
- সঞ্চিত অর্থ
- ট্রেজারি চালান
16587. ব্যাংক ঋণ গ্রহণের পাশাপাশি কী করে?
- মূলধন বিনিয়োগ
- পণ্য বাজারজাতকরণ
- তথ্য সরবরাহ
- নোট ইস্যু
16588. ঋণ আমানত সৃষ্টির কৌশলগুলো হলো-
- বিনিয়োগের মাধ্যমে ঋণ সৃষ্টি
- ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি
- আমানতকৃত অর্থ হতে ঋণের সৃষ্টি
B,C
16589. ব্যাংক কখন ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টাকরণের ব্যবস্থা করে?
- মেয়াদপূর্তির পরে
- মেয়াদপূর্তির পূর্বে
- হিসাবের শুরুতে
- হিসাবের শেষে
16590. বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজ সমূহ হলো-
- প্রত্যয়পত্র ইস্যু করা
- বিনিময় বিলে স্বীকৃতি দেয়া
- বিনিময়ের হার নির্ধারণ করে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি - এসএসসি-finance-banking-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1659"