বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2030

অণুজীব

বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2030

20291. অপরিশোধিত তেল কোথায় পরিশোধিত করা হয়?

  1. ঢাকায়
  2. চট্টগ্রামে
  3. সিলেটে
  4. খুলনায়

20292. বৈশাখ মাসে প্রতিবছর প্রায়ই কালবৈশাখী ঝড় হয়ে থাকে। কৃষিক্ষেত্রে কোন ফসলটির জন্য কালবৈশাখীর বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ?

  1. ধান ও পাট
  2. গম ও যব
  3. গম ও ইক্ষু
  4. ভুট্টো ও পাট

20293. বাংলাদেশের বর্তমানে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে?

  1. 0.16
  2. 0.123
  3. 0.093
  4. 0.13

20294. বাংলাদেশের সর্বত্র ধান জন্মে কেন?

  1. বেলে মাটির কারণে
  2. দোআঁশ মাটির কারণে
  3. পলিমাটির কারণে
  4. কাদা মাটির কারণে

20295. বাংলাদেশের কৃষির সম্প্রসারণ সম্ভব। কিন্তু এজন্য সর্বাগ্রে প্রয়োজন-

  1. সরকারি সহযোগিতা
  2. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়
  3. বেসরকারি উদ্যোগ

20296. চা চাষের উপযোগী মাটি-

  1. উর্বর লৌহ মৃত্তিকায় 2. পলিমাটিতে 3. জৈব পদার্থ দোআঁশ মাটিতে

20297. আমাদের দেশের কৃষিখাতও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অন্যতম অবদান-

  1. ধান ও গমের 2. হিমায়িত খাদ্যের 3. কাঁচা পাটের

20298. কোনটি ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ?

  1. হিজল
  2. সেগুন
  3. সুন্দরী
  4. গামারি

20299. কোনটির উৎপাদন কুমিল্লায় ভালো হয়?

  1. আউশ
  2. আমন
  3. বোরো
  4. ইরি

20300. ইক্ষু চাষের উপযোগী মাটি-

  1. বেলে দোআঁশ 2. কর্দময় দোআঁশ 3. দোআঁশ পলি

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আরও পড়ুন :

বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2031

বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2032

বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2023

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline